image_190094.southee

দৈনিকবার্তা-ঢাকা, ২৭ মার্চ: আগামী রোববার বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে মেলবোর্নে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।নিজেদের মাঠে অস্ট্রেলিয়া কিছুটা হলেও এগিয়ে থেকে শুরু করবে। তাছাড়া মেলবোর্নের বিশাল আকারের মাঠে যেকোনো দলই নিজেদের মানিয়ে নিতে হিমশিম খায়। তবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের নিয়ে চিন্তিত নন কিউই পেসার টিম সাউদি।শুক্রবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাউদি বলেন, আমরা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের আয়তন নিয়ে ভাবছি না। এতোদিন ধরে যেই ফাইনালের স্বপ্ন দেখে আসছি, সেই স্বপ্ন বাস্তবে ধরা দিয়েছে। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে মোকাবেলা করার জন্য সবাই মুখিয়ে রয়েছি।২০০৯ সালের পর থেকে মেলবোর্নে খেলা হয়নি নিউজিল্যান্ডের। তবে এটা নিয়ে কোনো চিন্তা নেই নিউজিল্যান্ডের। দলের খেলোয়াড়দের এমন বড় মাঠে খেলার অভিজ্ঞতা এর আগেও হয়েছে কিউইদের। এমনটাই জানিয়েছেন টিম সাউদি।

সাউদি বলেন, আমরা দীর্ঘ সময় ধরে সেখানে খেলি না। তবে মেলবোর্নে খেলা সর্বশেষ ম্যাচ থেকে আমরা ভালো স্মৃতিও নিতে পারি। সেই ম্যাচে আমরা তাদের ৬ উইকেটে হারিয়েছিলাম। মেলবোর্নের ফাইনাল নিয়ে যথেষ্ট রোমাঞ্চিত এই কিউই পেসার। তিনি বলেন, ‘এটি বড় ক্রিকেট মাঠ। অনেক দর্শক হবে ফাইনালে, চিৎকার-চেচামেচি হবে। প্রায় ১ লাখ দর্শক দুই দলের হয়ে গলা ফাটাবে। ফাইনালটি হবে রোমাঞ্চক ও উপভোগ্য।সুইংয়ে পারদর্শী টিম সাউদি চলতি বিশ্বকাপে ২৭.১৩ গড়ে ১৫ উইকেট লাভ করেছেন। ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার- সেরা ৩৩ রানে ৭ উইকেট নিয়ে একাই গুড়িয়ে দিয়েছেন ইংলিশদের। তার সতীর্থ ট্রেন্ট বোল্ট ২১ উইকেট নিয়ে চলতি বিশ্বকাপে সবার ওপরে রয়েছেন। দুজনের জুটিটাও দারূণ জমেছে বিশ্বকাপে।এই ব্যাপারে টিম সাউদি বলেন, গত কয়েক মাস ধরে সে (বোল্ট) যা করেছে তা এককথায় অসাধারণ। আমাদের দুজনের পার্টনারশিপও দারুণ হচ্ছে। অস্ট্রেলিয়ার বিপক্ষেও যদি আমরা প্রত্যাশামতো সুইং করতে পারি তবে তাদের বিপক্ষে বিদজ্জনক হয়ে উঠতে পারবো।