মুস্তাফিজুর রহমানইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লীগের (আইপিএল) সেরা একাদশ ঘোষনা করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’। সেই একাদশে নাম আছে বাংলাদেশ ও সানরাইজার্স হায়দ্রাবাদের পেসার মুস্তাফিজুর রহমানের। নিয়মনুযায়ী চার জন বিদেশী খেলোয়াড়কে রেখেই একাদশ ঘোষনা করে ক্রিকইনফো। এরমধ্যে আছেন মুস্তাফিজুর। আসরে ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর। সর্বমোট ৬১ ওভার বল করে ৪২১ রান দিয়েছেন তিনি। ইকোনমি রেট ৬.৯০। দর্শকদের সর্বোচ্চ ভোটে টুর্নামেন্টের উদীয়মান সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন মুস্তাফিজুর।

একাদশে চার ব্যাটসম্যান ও একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান, দুই অলরাউন্ডার, তিন পেসার ও এক স্পিনার রাখা হয়েছে। ওপেনার হিসেবে একাদশে আছেন সদ্য শেষ হওয়া আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। ১৬ ইনিংসে ৯৭৩ রান করেছিলেন তিনি। ওপেনার হিসেবে কোহলির সঙ্গী সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয়স্থানে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আসরে ১৭ ইনিংসে ৮৪৮ রান করেছিলেন ওয়ার্নার।

এছাড়াও আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় এবি ডি ভিলিয়ার্স ও উইকেটরক্ষক লোকেশ রাহুল, কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান ইউসুফ পাঠান, দিল্লি ডেয়ারডেভিলসের দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস, মুম্বাই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার ক্রুনাল পান্ডে, সানরাইজার্স হায়দ্রাবাদের পেসার ভুবেনশ্বর কুমার, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর স্পিনার ইউভেন্দ্রা চাহাল, গুজরাট লায়ন্সের পেসার ধাওয়াল কুলকার্নি ও সানরাইজার্স হায়দ্রাবাদের পেসার মুস্তাফিজুর।