ukrainian-soldier

দৈনিকবার্তা-ঢাকা,৩১অক্টোবর: ইউক্রেনের পূর্বাঞ্চলের বিসত্মীর্ণ এলাকার নিয়ন্ত্রণকারী রাশিয়াপন্থী বিচিছন্নতাবাদীরা তাদের নেতৃত্ব বাছাইয়ের লৰ্যে আগামী রোববার নির্বাচন করবেন৷ আর ইউক্রেন ও পশ্চিমা বিশ্ব বিদ্রোহীদের এ উদ্যোগকে নিন্দা জানানো সত্ত্বেও মস্কো নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে৷ ফলে এ ভোট ইউক্রেন নিয়ে রাশিয়া ও পশ্চিমাদের চলমান দ্বন্দ্ব আরো তীব্র করতে পারে৷বিদ্রোহী নেতারা যদিও বলছেন, তাদের প্রজাতন্ত্রে প্রথমবার অনুষ্ঠেয় এ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে তাদের জনসমর্থন রয়েছে৷ তবে ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের আশংকা, কিয়েভের পশ্চিমাপন্থী সরকারের নিয়ন্ত্রণ থেকে পূর্বাঞ্চলকে আলাদা করতে এই নির্বাচন আয়োজন করা হচ্ছে৷ ইউক্রেনের পূর্বাঞ্চলের বেশিরভাগ মানুষ রম্নশ ভাষায় কথা বলেন৷

বিদ্রোহী নেতা ও দোনেতস্ক পিপলস রিপাবলিকের স্বঘোষিত প্রধানমন্ত্রী আলেকজান্দার জাখারচেনকো বলেন, এই নির্বাচনের মাধ্যমে একটি বৈধ সরকার গঠন করা সম্ভব হবে৷ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত লুহানস্কের বিচিছন্নতাবাদী নেতা ইগোর পস্নতনিতস্কির মত জাখারচেনকোও নির্বাচনে জয়ী হতে পারেন৷গত এপ্রিলে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেতস্ক ও লুহানস্কে রাশিয়াপন্থী বিদ্রোহ শুরম্ন হয়৷ এর কয়েক সপ্তাহ আগে এক গণভোটের মাধ্যমে ক্রিমিয়া উপদ্বীপ ইউক্রেন থেকে বিচিছন্ন হওয়ার পর রম্নশ ফেডারেশনে যুক্ত হয়৷ইউক্রেন সরকার ও পূর্বাঞ্চলের বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে এখন পর্যনত্ম ৩ হাজার ৭শ’র বেশি লোক নিহত হয়েছে৷

পশ্চিমারা ও কিয়েভ রাশিয়ার বিরম্নদ্ধে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহীদের অস্ত্র ও সৈন্য নিয়ে সাহায্যের অভিযোগ করেছে৷ তবে ক্রেমলিন এ অভিযোগ প্রত্যাখান করেছে৷ইউক্রেন নিয়ে একপৰে রয়েছে রাশিয়া আর অন্য পৰে রয়েছে কিয়েভ ও পশ্চিমা বিশ্ব৷ বিদ্রোহীদের নিয়ন্ত্রিত অঞ্চলে অনুষ্ঠেয় নির্বাচন এই দুই পৰের মধ্যে চলমান দ্বন্দ্ব আরো উস্কে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে৷

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লাভরভ চলতি সপ্তাহে বলেন, ‘সিদ্ধানত্ম অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করি এবং মস্কো অবশ্যই নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেবে ৷আনত্মর্জাতিক সম্প্রদায় এর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়৷ জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র সবাই নির্বাচনের নিন্দা জানিয়েছে৷ ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বলেছেন, নির্বাচন গোটা শানত্মি প্রক্রিয়াকে হুমকির মুখে ফেলবে৷যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি বলেছেন, বিদ্রোহীদের নির্বাচন এবং একে রাশিয়া স্বীকৃতি দিলে তা হবে অস্ত্রবিরতি চুক্তিতে তারা যে অঙ্গীকার করেছিল তার সুস্পষ্ট লংঘন৷ বাজারে ধীরে ধীরে শীতের সবজির সরবরাহ বাড়লেও,দাম এখনও বেশ চড়া৷ চালের দাম এক সপ্তাহে কেজি প্রতি বেড়েছে দুই থেকে তিন টাকা৷ মাছের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে৷এছাড়াও তেল,আদা-রসুনসহ কিছু নিত্য পণ্যের দাম নিম্নমুখী হলেও পেয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ৪-৫ টাকা৷ আর ব্রয়লার মুরগীর দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা৷হেমন্তের শুরু থেকেই বাজারে আসতে থাকে শীতের শাক-সবজি৷ ফুলকপি, বাধাকপি ও শালগমসহ নানা রকমের শাক-সবজির পসরা এখন কাঁচাবাজারে৷ তবে সরবরাহ ধীরে ধীরে বাড়লেও স্বস্তিতে নেই ভোক্তারা৷