DoinikBarta_দৈনিকবার্তা_1432842219

দৈনিকবার্তা-গাজীপুর, ২৯ মে: এবার নৌকায় এক নারী শ্রমিককে গাজীপুরের কালীগঞ্জে গণধর্ষণ করেছে কয়েক মাঝি। এঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ নৌকার দুই মাঝিকে গ্রেফতার করেছে। শুক্রবার আদালত গ্রেফতারকৃতদের প্রত্যেককে ৫দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।কালীগঞ্জ থানার পরির্শক নিতাই চন্দ্র সরকার জানান, নরসিংদীর পলাশ এলাকার প্রাণ (আরএফএল) কোম্পানির এক নারী শ্রমিক কাজ শেষে সোমবার রাতে গাজীপুরের কালীগঞ্জের নারগানা এলাকার নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাড়ি ফেরার পথে সহকর্মীদের সঙ্গে ওই কোম্পানির একটি নৌকায় ওঠে সে। নৌকাটি শীতলক্ষ্যা নদীর ফকিরবাড়ি ঘাটে ভিড়লে নৌকা আরোহীরা নেমে যায়। এসময় নৌকার মাঝি মোক্তারপুর গ্রামের মো. হেলালের ছেলে আল-আমিন (২৫) ও খোরশেদ আলমের ছেলে ফাহিম (২৫) কৌশলে ওই নারী শ্রমিকের মুখে গামছা বেঁধে নৌকাসহ স্থানীয় সাওরাইত ঘাট এলাকার দিকে চলে যায়। পরে তারা মধ্যরাত পর্যন্ত নৌকাতেই পালাক্রমে ধর্ষণ করে।

এরপর ধর্ষকরা কোম্পানির অপর নৌকার দুই মাঝি একই গ্রাামের রিপনের ছেলে ফারুক (২৪) ও রতন শেখের ছেলে শরীফকে (২৬) মোবাইল ফোনে সেখানে ডেকে আনে। আল আমিন ও ফাহিম ওই নারী শ্রমিককে তাদের (ফারুক ও শরীফ) কাছে হস্তান্তর করে চলে যায়। পরে ফারুক এবং শরীফও রাত ভর নৌকায় ওই নারী শ্রমিককে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন ভোর সাড়ে ৪টার দিকে স্থানীয় সাওরাইত ঘাট এলাকায় ধর্ষিতা ওই নারীকে নৌকা থেকে নামিয়ে দিয়ে তারাও পালিয়ে যায়। পরে রিকশাযোগে সেখান থেকে ওই নারী স্থানীয় ধনবাড়ি এলাকায় তার বোনের বাড়ি ওঠে এবং ঘটনাটি খুলে বলে। এঘটনায় ধর্ষিতা বাদি হয়ে বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ থানায় মামলা করেছে। মামলায় ওই চারজনকে আসামি করা হয়েছে। পরে পুলিশ মোক্তারপুর এলাকা থেকে ধর্ষক ফারুক ও শরীফকে গ্রেফতার করে।

গাজীপুর আদালতের ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দশদিনের রিমান্ড চেয়ে শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম ফারজানা খানমের আদালতে হাজির করে। শুনানী শেষে আদালত তাদের প্রত্যেককে ৫দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার মামলা দায়েরের পর ও আসামি গ্রেফতার নিয়ে মেডিক্যাল টেস্টের সময় পার হয়ে যাওয়ায় এবং শুক্রবার ছুটির দিনেও হাসপাতালে সংশ্লিষ্ট চিকিৎসক না থাকায় ভিক্টিমের স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হয়নি। তবে শনিবার তার পরীক্ষা করা হবে। বর্তমানে ধর্ষিতা পুলিশের হেফাজতেই রয়েছে।কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার আশীষ কুমার বণিক জানান, শুক্রবার বিকেল তিনটা পর্যন্ত এরকম কোন ভিক্টিম এ হাসপাতালে আসেননি।