stephen-harper_15537

দৈনিকবার্তা-ঢাকা,২৩অক্টোবর: কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার সন্ত্রাসী সংগঠনগুলোর বিরম্নদ্ধে লড়াই আরো জোরদারের অঙ্গীকার করেছেন৷পার্লামেন্টে এক বন্দুকধারীর হামলা এবং এক সৈন্য নিহত হওয়ার পর বুধবার তিনি জাতির উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে এ অঙ্গীকার করেন৷

তিনি বলেন, কানাডা কখনই হুমকির কাছে মাথা নোয়াবে না৷ এসব ঘটনা আমাদের দৃঢ়তাকে আরো মজবুত এবং প্রচেষ্টাকে জোরদার করবে৷ সন্ত্রাসীদের চিহ্নিত এবং হুমকি মোকাবেলায় দেশের নিরাপত্তা সংস্থাগুলো প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবে এবং কানাডাকে নিরাপদ রাখবে৷হারপার আরো বলেন, অন্যান্য দেশে নিষ্ঠুরতা চালানো সন্ত্রাসী সংগঠনগুলো কানাডাকে তাদের বর্বরতার ক্ষেত্র বানাতে চায়৷ কিন্তু আমাদের দৃঢ়তা ও জোর প্রচেষ্টার কারণে তারা তা পারবে না৷ কানাডা তাদের জন্য নিরাপদ স্বর্গ হবে না৷

কানাডার সংবাদ মাধ্যমে ৩২ বছর বয়সী মাইকেল জিহাপ বিবুইকে হামলাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে৷ তাকে উচ্চ ঝুঁকিপূর্ণ সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা এবং বিদেশে গিয়ে যেন সন্ত্রাসী কাজে অংশ নিতে না পারে সে জন্যে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে৷মাইকেল জিহাপের হামলায় এক কানাডিয়ান সৈন্য নিহত হয়েছে৷ সৈন্যটি যুদ্ধ সৌধের নিরাপত্তার দায়িত্বে ছিল৷ এছাড়া জিহাপ নিকটবতর্ী পার্লামেন্ট ভবনেও হামলা চালায়৷হারপার বলেন, এ ঘটনা আমাদের মনে করিয়ে দিয়েছে কানাডাও বিশ্বজুড়ে চালানো এ ধরণের সন্ত্রাসী হামলার বাইরে নয়৷তিনি বলেন, নিরাপত্তা সদস্য ও সরকারি প্রতিষ্ঠানের ওপর এ হামলা মনে করিয়ে দিয়েছে এটি সন্ত্রাসী কাজ৷ কারণ তাদের হামলা এ ধরণের৷হামলাকারী ও তার সহযোগি কেউ থাকলে তাদের সম্পর্কে আরো তথ্য বেরিয়ে আসবে বলেও তিনি ভাষণে উল্লেখ করেন৷