6dfe9844bc3714d2e4361f35b70f11ba-ershad

দৈনিকবার্তা-চট্টগ্রাম, ২৮ ফেব্রুয়ারি: বর্তমান পরিস্থিতিকে দলের জন্য ক্ষমতায় যাওয়ার সুবর্ণ সুযোগ উল্লেখ করে দলের নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ৷ তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ এখন পরিবর্তন চায়৷ তারা দুই দলকে আর দেখতে চায় না৷ তারা জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়৷শনিবার দুপুরে নগরের মুরাদপুরে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে এক মতবিনিময় সভায় এরশাদ এসব কথা বলেন৷প্রধান দুই রাজনৈতিক দলকে বাংলাদেশের জনগণ আর চায়না উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি বলেন, ঘরে ঘরে গিয়ে ছাত্র-শিক্ষক, বৃদ্ধ-যুবক, ব্যবসায়ী-চাকরিজীবীকে জিজ্ঞেস করুন৷ তারা বলবে আপনার সময়ে সবচেয়ে ভালো ছিলাম৷ আবার আপনাকে চাই৷ প্রধান দুই দলের প্রতি দেশের জনগণের বিরক্তি জাতীয় পার্টি ক্ষমতায় আসার বড় সুযোগ বলে মনে করছেন সাবেক এই সেনাপ্রধান৷ তিনি বলেন, আমরা মানুষ মেরে ক্ষমতায় যাওয়াকে বিশ্বাস করি না৷ তাই আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি৷

তিনি বলেন, সঠিক নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে৷ আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন৷ এটা হাতছাড়া করা যাবে না৷ ভোটে জয়ী হয়ে ক্ষমতায় যাবো৷ অস্ত্র আর দুর্নীতির জন্য নয়, মানুষের কল্যাণে ক্ষমতায় আসতে চাই৷ নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন,মনে রাখবেন একদিন না একদিন আমরা ক্ষমতায় যাবো৷ সেই সুদিন এসেছে৷ হেলাফেলা করা যাবে না৷ ক্ষমতায় যেতে পার্টিকে শক্তিশালী করুন৷ জয়ী আমরা হবো৷রাষ্ট্র প্রধান থাকাকালীন সময়ে দুইটি হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতা ছেড়ে দিয়েছেন দাবি করে তিনি বলেন, এখন কতো মানুষ মরছে তার হিসেব আছে? ছাত্র মরছে, শিশু মরছে, পথচারী মরছে৷ মানুষ মরুক, শিশু মরুক, আমাদের কিচ্ছু যায় আসে না৷ ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে তারা৷প্রতি হিংসার রাজনীতি বাংলাদেশকে শেষ করে দিয়েছে মন্তব্য করে এরশাদ বলেন, আমরা আগুন আর মানুষ হত্যার রাজনীতিতে বিশ্বাসী নই৷ সমপ্রীতি আর ঐক্যের রাজনীতিতে বিশ্বাসী৷

তিনি বলেন, আমরা যে নয় বছর দেশ শাসন করেছি তা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণযুগ৷ সব ভালো কাজ করেছি৷ ব্রিজ, কালভার্ট আর সড়ক উন্নয়ন হয়েছে৷ এতো কাজ আর কেউ করতে পারেনি৷ এরশাদ বলেন, দেশের অস্থিতিশীল রাজনীতি, মানুষ পুড়িয়ে মারার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল এগিয়ে আসেনি৷ কিন্তু আমরা এসেছি৷ আমরা সমঝোতা ও ঐক্যে বিশ্বাস করি৷ সময় এসেছে, এ সুযোগ হারানো যাবে না৷ আল্লাহপাক জাতিকে রক্ষা করেছেন, তিনি জাতীয় পার্টিকে পাঠিয়েছেন৷ আমরা যদি এই সুযোগ হাতছাড়া করি, তাহলে আল্লাহপাক অসন্তুষ্ট হবেন৷

নিজের হাতে রক্তের দাগ নেই দাবি করে এরশাদ আরও বলেছেন, নূর হোসেন ও ডা. মিলনকে আমি হত্যা করি নাই৷ তবুও দুজন মানুষ হত্যা হয়েছিল বলে ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম৷ আজ প্রতিদিন কত শত মানুষ মরছে, তার হিসেব নাই৷ জ্বলে মরছে, গুলিতে মরছে, তার পরও কারও প্রাণে দয়ামায়া কিছু নেই৷ ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছি আমরা৷ যাঁরা আন্দোলন করছেন, তাঁরা নিজেদের স্বার্থ আদায়ে মানুষ পুড়িয়ে মারছেন৷মতবিনিময় সভায় জাপার মহাসচিব ও সাংসদ জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু বলেন, আগামীতে অনুষ্ঠেয় ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে৷ এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে৷অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর জাপার আহ্বায়ক ও সাংসদ মাহজাবিন মোরশেদ৷ এতে ছিলেন জাপা কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, শামসুল আলম, মহানগর কমিটির সদস্যসচিব মো. এয়াকুব হোসেন প্রমুখ৷