10_Foreign+Minister+AH+Mahmood+Ali_241014_0003

দৈনিকবার্তা-ঢাকা,২৪অক্টোবর: কোনো দেশ বর্তমান সরকারকে স্বীকৃতি দেয়নি বলে খালেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেছেন, দায়িত্ব-জ্ঞানহীন কথা বলছেন তিনি৷সমপ্রতি দুটি আন্তর্জাতিক সংসদীয় ফোরামের শীর্ষ পদে বাংলাদেশের প্রতিনিধিদের বিজয়ের কথা উল্লেখ করে তিনি বলেছেন, স্বীকৃতি না পেলে আমরা এসব বৈশ্বিক নির্বাচনে কিভাবে জিতলাম?এগুলো বালখিল্যতা, দায়িত্বহীন কথাবার্তা, বিএনপি চেয়ারপারসনকে ইঙ্গিত করে বলেন তিনি৷

২৫ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর ৩ দিনের সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে শুক্রবার সেগুনবাগিচাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন৷প্রসঙ্গত, ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারকে অবৈধ আখ্যায়িত করে বৃহস্পতিবার নীলফামারিতে এক জনসভায় খালেদা জিয়া বলেন, বিশ্বের কোনো দেশ এই অবৈধ সরকারকে স্বীকৃতি দেয়নি৷ শুধু ফটোসেশন, ছবি তুললে মনে করবেন না স্বীকৃতি পাওয়া যাবে৷ গণতন্ত্র না থাকলে কোনো দেশ কাউকে স্বীকৃতি দেয় না৷

সমপ্রতি কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবের হোসেন চৌধুরী৷ দুটি ক্ষেত্রেই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন বাংলাদেশের প্রতিনিধিরা৷রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্যদিয়ে বন্ধ থাকা শ্রম বাজার খুলে যাবে বলে আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী৷

প্রধানমন্ত্রী ২৫ থেকে ২৭ অক্টোবর ও এরপর রাষ্ট্রপতি ২৮ থেকে ৩০ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত সফরে জনশক্তি রপ্তানি, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা ও বেশ কিছু চুক্তি হবে জানান পররাষ্ট্রমন্ত্রী৷মাহমুদ আলী বলেন, চুক্তিতে যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে তা শেষ ও সই না হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে চাই না৷ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন খাতে বিশেষ করে এঙ্পো ২০২০ উপলক্ষ্যে আরো অধিক সংখ্যক প্রশিক্ষিত বা অর্ধ-প্রশিক্ষিত বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থান করার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমিরাতের নেত্রীবৃন্দের সঙ্গে আলাচনা করবেন৷ আমরা আশা করছি, এ দুইটি সফরের মধ্য দিয়ে আমাদের সম্পর্ক আরো সুদৃঢ় হবে৷

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সরকার সম্পর্কে দেয়া বক্তব্যের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, উনি (খালেদা জিয়া) একে বারেই দায়িত্ব জ্ঞানহীন কথা বলেছেন৷ তিনি বলেছেন, কেউ স্বীকৃতি দেয়নি৷ স্বীকৃতি যদি কেউ না দেয় তাহলে আমরা জয় লাভ করেছি কী করে৷

এছাড়াও থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশিদের ফেরত আনার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী৷এদিকে, প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফরের পরপরই ১০ম বিশ্ব ইসলামিক অর্থনৈতিক ফোরামে অংশ নিতে ২৮ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত যাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেলসমৃদ্ধ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সাথে সম্পর্ক আরো জোরদার এবং দেশটিতে জনশক্তি রফতানি বৃদ্ধির লক্ষ্য নিয়ে তিনদিনের এক সরকারি সফরে আবুধাবির উদ্দেশ্যে শনিবার ঢাকা ত্যাগ করবেন৷

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহন করা জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল সাড়ে ৮টার সময় হযরত শাহজালাল আনত্মর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা৷ফ্লাইটটি বেলা সাড়ে ১১টায় (ইউএই সময়) আবুধাবি আনত্মর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে৷পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সংযুক্ত আরব আমিরাতে তিনদিনের এ দ্বিপাৰিক সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২৬ অক্টোবর আবুধাবিতে জাতির মাতা শেখ ফাতিমা, যুবরাজ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্দুলস্নাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে৷শেখ হাসিনা আবুধাবিতে বাংলাদেশী কমিউনিটির দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন৷

আগামী ২৭ অক্টোবর তিনি ইউএই’র ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মকতুমের সঙ্গে বৈঠক করতে দুবাই যাবেন৷এ বৈঠকের পর প্রধানমন্ত্রী রাস আল-খাইমাহ’র (আরএকে) শাসক শেখ সৌদ বিন আকর আল কাশিমির সঙ্গে বৈঠকের জন্য সেখানে যাবেন৷ বৈঠকের আগে তিনি আরএকে শাসকের দেয়া এক মধ্যাহ্নভোজে অংশ নেবেন৷সেখান থেকে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্বদেশগামী ভিভিআইপি ফ্লাইট ধরতে আবারো দুবাইয়ে আসবেন৷ ফ্লাইটটি বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে রওনা হয়ে রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় পৌঁছাবে বলে ধারণা করা যাচ্ছে৷

সূত্র জানায়, সফরকালে বাংলাদেশ ও ইউএই’র মধ্যে বাণিজ্য, জনশক্তি ও বিনিয়োগ সংক্রানত্ম বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাৰরিত হবে৷দুদেশের মধ্যে ফরেন অফিস কনসাল্টেশন সমঝোতা স্মারক, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা বিষয়ক সমঝোতা স্মারক, জনশক্তি রপ্তানি পুনরায় চালু করতে ইউএই’র একটি আউটসোর্সিং কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক এবং দন্ডপ্রাপ্তদের বিনিময়, বিনিয়োগ সুরক্ষা ও সম্প্রাসরণ, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইউএই’র আল নাহিয়ান ফাউন্ডেশন কর্তৃক একটি হাসপাতাল স্থাপন, কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসামুক্ত গমনাগমন ও ইউএই দূতাবাসের জন্য ঢাকায় এক খন্ড জমি হসত্মানত্মর চুক্তিসহ বেশ কয়েকটি দলিল স্বাক্ষরিত হবে৷

এদিকে অপরাধ নিয়ন্ত্রণে উভয় দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের প্রসত্মাব সোমবার মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে৷বিনিয়োগ বোর্ডের তথ্যানুযায়ী, বর্তমানে বাংলাদেশে পঞ্চম বৃহত্তম বিনিয়োগকারী দেশ হল সংযুক্ত আরব আমিরাত৷ এদেশের টেলিযোগাযোগ, ব্যাংকিং,সিরামিক এবং রাসায়নিক ও বস্ত্র খাতে ইউএই’র মোট ২শ’ ৫০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ রয়েছে৷২০১৩-১৪ অর্থবছরে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে ২৪ কোটি ৫০ লাখ ডলার মূল্যের পণ্যসামগ্রী রপ্তানি এবং সেদেশ থেকে ৮৪ কোটি ৩০ লাখ ডলার মূল্যের সামগ্রী আমদানি করেছে৷ ইউএইতে বাংলাদেশের রপ্তানির ৭৮ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে৷