Rajshahi_-1424110328

দৈনিকবার্তা-গোদাগাড়ী(রাজশাহী), ০৩ আগস্ট ২০১৫: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে। জানা যায় গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোদাগাড়ী সিনিয়র মৎস্য কর্মকতা শামশুল করিম।

সহকারী মৎস্য কর্মকর্তা নাইমূল হক। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন গোদাগাড়ী রিপোটারস ইউনিটির সভাপতি অধ্যাপক মাইনুল ইসলাম, গোদাগাড়ী পৌর প্রেসক্লাবের সভাপতি শহিদুল হক, প্রেস ক্লাব গোদাগাড়ীর সভাপতি আলমগীর কবির তোতা, সাইফুল ইসলাম, অধ্যাপক আব্দুৃল মালেক, ইসমাইল হোসেন, মুক্তারসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা জানান যে, মৎস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশ ৪র্থ বৃহত্তর দেশ। এখানকার স্থানীয় জলাশয় গুলো যদি কাজে লাগোনো যায় তাহলে সাধু পানির মাছ উৎপাদনে গোদাগাড়ী শ্রেষ্ঠ হতে পারবে।