চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ- শিবির সংঘর্ষ

দৈনিকবার্তা-ঢাকা,২২মে : ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগ ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে সাত জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার বিকেল ৪টায় শুরু হওয়া সংঘর্ষের ঘটনা ঘটে।এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আলাওল ও এ এফ রহমান হলে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। পরে ছাত্রশিবিরের নেতাকর্মীরা হলত্যাগ করতে বাধ্য হন। সাধারণ শিক্ষার্থীদের হল থেকে বের করে দিয়ে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা। শিবিরের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার পর ছাত্রলীগের নেতাকর্মীরা হলের প্রতিটি কক্ষে তাণ্ডব চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত হল দুটির প্রধান ফটকে তালা লাগিয়ে ভেতরে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

ক্যাম্পাস থেকে সাধারণ প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানান, এফ রহমান হলের সামনে ফুটবল খেলা চলাকালীন সময়ে কয়েকজন শিবিরকর্মীর সঙ্গে ছাত্রলীগ কর্মীর কথা কাটাকাটির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে মুহূর্তেই সংঘর্ষ শুরু হয়।সংঘর্ষের খবর পেয়ে আলাওল হলের প্রক্টর এস এম মনিরুল ইসলামসহ হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন জানান, পরিস্থিত শান্ত করার চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে হল দুটিতে অবস্থান করছে পুলিশ।