11816994_10155913803420311_5700625242231190535_n

দৈনিকবার্তা-ঢাকা, ৩০ জুলাই: তামিলনাড়ুর রামেশ্বরামে চির নিদ্রায় শায়িত হয়েছেন ভারতের জনপ্রিয় নেতা ও বিজ্ঞানী আব্দুল কালাম। তার সমাধির জন্য দেড় একড় জায়গা বরাদ্দ দিয়েছিল তামিলনাড়ু সরকার।বৃহস্পতিবার বেলা এগারটার দিকে তার বাড়ির সংলগ্ন মসজিদে মরহুমের বিশেষ জানাজা হয়। এরপর ভারতের তিরঙ্গা পতাকায় মোড়ানো কালামের মরদেহ সমাধিস্থলে নিয়ে যাওয়া হয়। এসময় ‘জনতার প্রেসিডেন্টকে’ শেষ বিদায় জানাতে রাস্তার দু পশে লাইন ধরে দাঁড়িয়ে ছিলেন হাজার হাজার মানুষ। ভারতের বিভিন্ন স্থান এমন কি যুক্তরাষ্ট্র থেকেও ছুটে এসেছিলেন কালাম ভক্তরা। মরহুমের প্রতি ম্রদ্ধা জানাতে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করেছিল তামিলনাড়ু সরকার।পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে রামেশ্বরাম শহর থেকে ২ কিলোমিটার দূরের কারাম্বুতে দাফন করা হয়। তার শেষযাত্রায় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার, ভেনকাইয়াহ নাইডুসহ অনেক গুরুত্বপূর্ণ নেতারা। এসময় প্রধানমন্ত্রী মোদীকে মরহুমের বড় ভাই মোহাম্মদ মুথু মিরান লেব্বাই মারাইকেরকে (৯০) সান্তনা দিতে দেখা যায়।তার শেষকৃত্যে আরো উপস্থিত ছিলেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী, সাবেক মন্ত্রী পি চিদাম্বরাম ও গোলাম নবী আজাদ। স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে কারাম্বুতে তার দাফন সম্পন্ন হয়।গত সোমবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মেঘালয় রাজ্যের শিলংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল কালাম আজাদ।