20141018033009

দৈনিকবার্তা-ঢাকা, ১৩নভেম্বর: বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী দল৷তারা মুখে স্বাধীনতার কথা বললেও কাজে বিরোধী৷ তারা মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু কাজে বিশ্বাসী নয়৷ আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে লাঠিয়াল বাহিনীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে৷

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমালোচনা করায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে বিদ্রুপ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন৷মির্জা ফখরুল এরশাদের প্রসঙ্গ তুলে বলেন, জিয়াউর রহমান সম্পর্কে এরশাদের কটুক্তি শোভা পায়না৷ জিয়া হত্যাকাণ্ডে এরশাদের ভুমিকা পরিস্কার নয়৷ জিয়া হত্যাকাণ্ডে এরশাদের হাত রয়েছে বলে তিনি মন্তব্য করেন৷তিনি আরো বলেন, ৭ নভেম্বর যে প্রেক্ষাপটে সিপাহী জনতার বিপ্লব হয়েছিল, বর্তমানেও একই অবস্থা বিরাজ করছে৷ আন্দোলনের জন্য নেতা কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নির্দেশ পেলেই আন্দোলনের ঝাপিয়ে পড়তে হবে৷

তিনি বলেন, দেশে নতুন মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে, তিনি এরশাদ৷ তাঁকে নিয়ে কথা বলতে ইচ্ছা হয় না৷ মনে হয় তাতে তাঁকে বেশি গুরুত্ব দেওয়া হয়৷বুধবার এক অনুষ্ঠানে এইচ এম এরশাদ বলেছিলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা হলেও ক্ষমতায় গিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাত্‍ করেছেন৷ এরশাদের এই বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এরশাদের মুখে জিয়াউর রহমানের সমালোচনা শোভা পায় না৷ জিয়াউর রহমানের বদান্যতায় এরশাদ সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ও সেনাপ্রধান হয়েছিলেন৷ এরশাদকে বেঈমান আখ্যা দিয়ে তিনি বলেন, জিয়াউর রহমানের মৃত্যুতে এরশাদের ভূমিকা কী ছিল তা নিয়ে ও প্রশ্ন আছে৷

এরশাদকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, দয়া করে বিরত থাকবেন৷ অযথা নিজেকে আর ছোট করবেন না৷ এরশাদকে বেঈমান আখ্যা দিয়ে ফখরুল বলেন, জিয়াউর রহমানের মৃতু্যতে এরশাদের ভূমিকা কী ছিল তা নিয়েও প্রশ্ন আছে৷ ছাত্রলীগের নেতা-কর্মীদের চাকরি নিয়ে সরকারের উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, সংবিধান অনুযায়ী চাকরি ক্ষেত্রে কোনো বৈষম্য হবে না৷ অথচ, এখন ছাত্রলীগ দেখে চাকরি দেওয়া হচ্ছে৷ এটি সংবিধানের লঙ্ঘন৷ সুপারিশ না থাকলে, ছাত্রলীগ না করলে বিসিএসসহ সরকারি কোনো চাকরি পাওয়া যায় না৷ চাকরি হলে যাচাই-বাছাই করা হয়, প্রার্থীর গোষ্ঠীতে কেউ বিএনপি বা বিরোধী রাজনীতি করে কি না৷ করলে চাকরি হবে না৷স্বাধীনতার চেতনা থেকেই ৭ নভেম্বর সৃষ্টি হয়েছিল দাবি করে মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বরের সঙ্গে আওয়ামী লীগের বৈরী সম্পর্ক৷ কারণ ৭ নভেম্বর থাকলে আওয়ামী লীগ থাকে না৷ তাঁর দাবি, আওয়ামী লীগ স্বাধীনতার চেতনা, গণতন্ত্রের কথা মুখে বলে৷ কিন্তু বিশ্বাস করে না৷ তারা এসবের বিরোধী৷

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের হাতে অস্ত্র নেই, এ জন্য আমরা অস্ত্র দিয়ে অস্ত্রের মোকাবেলা করতে পারি না৷ তাই আমরা জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছি৷ এ কাজে পিছ পা হবো না৷তিনি বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা ও সার্বভৌমত্বের বাহিরের দল৷ তারা গণতন্ত্রের কথা মুখে বলে৷ কিন্তু কাজে তারা গণতন্ত্র বিরোধী৷মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বিরোধী মতকে বন্ধ করে গোটা বাংলাদেশের মানুষকে হামলা-মামলার বেড়াজালে ঘিরে ফেলেছে৷পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে ফখরুল বলেন, পুলিশ প্রশাসন ব্যক্তি বা রাজনৈতিক দলের সেবা দাসে পরিণত হয়েছে৷ এর পরিণতি ভালো হবে না৷

স্বেচ্চাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরাফত আলী, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী প্রমুখ বক্তব্য দেন৷