jhenidah-pic-27-09-16-iiমঙ্গলবার সকালে ঝিনাইদহে এইড কমপ্লেক্স হল রুমে সমাজ সেবা কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এইড ফাউন্ডেশনের পরিচালক অব্দুর রশীদ’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। এলএফ নেদারল্যান্ডস ও ডি.আর.আর.এ এর আর্থিক সহযোগিতায় এইড ফাউন্ডেশনের আয়োজনে কর্মশালায় বিশেষ অতিথ হিসেবে আলোচনা করেন কালিচরনপুর ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণপদ দত্ত।

কর্মশালায় স্বাগত বক্তব্য ও প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ধারনা প্রদান করেন প্রকল্পের কো-অর্ডিনেটর সুরাইয়া পারভীন শিল্পী।কর্মশালায় আরো বক্তব্য রাখেন, সমাজসেবা অফিসের হিসাবরক্ষক সাধন কুমার সিংহ, আব্দুল ওহাব,হেলানা শবনব,আব্দুর রাজ্জাক,পৌরসভার প্যানেল মেয়র ফারহানা রেজা আনজু,কাউন্সিলর সাইফুল ইসলাম মধু,মাহাবুবুর রহমান শেখর, কাউন্সিলর বুলবুলি ইসলাম,সুফিয়া বেগম,আব্দুর রাজ্জাক,গোলাম মোস্তফা,বশির উদ্দীন, ও এইড ফাউন্ডেশন এর আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার ফাতেমা জাহান রুমা । কর্মশালায় সমাজ সেবা কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিসহ ৩০জন আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশ নেন। প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও অধিকার বিষয়ক এবং প্রতিবন্ধী কল্যাণ আইনের ধারনা নিয়ে কর্মশালায় আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম বলেন,সরকারের দেওয়া জেলা সমাজসেবা অফিসের সেবা প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগিতা করার আশ্বাস দেন।

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি