James Anderson moves to top of ICC Test Bowler Rankings

ইংল্যান্ডের বোলার জেমস অ্যান্ডারসন আইসিসির টেস্ট বোলার র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান দখল করেছেন। ২০০৩ সালে টেস্টে অভিষেক হওয়া এই বোলার প্রথমবারের মতো সেরা হওয়ার গৌরব অর্জন করলেন।সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয় পায় ইংল্যান্ড। তাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় র‌্যাংকিংয়ে উন্নতি করেছেন এই বোলার।দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ৩৬ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন। দ্বিতীয় ইনিংসে ৫৮ রান দিয়ে পেয়েছেন পাঁচ উইকেট। ফলে সতীর্থ স্টুয়ার্ট ব্রোড ও ভারতের অশ্বিনকে পেছনে ফেলে শীর্ষে উঠে যান তিনি।

অ্যান্ডারসন ইংল্যান্ডের চতুর্থ বোলার হিসেবে র‌্যাংকিংয়ে প্রথম স্থান অর্জন করলেন। ইয়ান বোথাম প্রথম ইংলিশ বোলার হিসেবে ১৯৮০ সালে এই কৃতিত্ব অর্জন করেন।স্টিভেন হারমিনসন ২০০৪ সালে ইংলিশ বোলার হিসেবে সেটি উদ্ধার করেন। স্টুয়ার্ট ব্রড এ বছরের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে এক নম্বরে স্থান করে নেন।শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন ব্রড। এতে তিন পয়েন্ট কমে ভারতের অশ্বিনের পরের স্থানে নেমে যান।ইংলিশ ব্যাটসম্যান তার ক্যারিয়ারের সেরা র‌্যাংকিংয়ে পৌঁছেছেন। বাঁ-হাতি এই ব্যাটসম্যান অপরাজিত ১৫৫ রান করেছেন। ২৫ টেস্টের ক্যারিয়ারে এটি তার সেরা ইনিংস। এই স্কোর করায় ৮২ পয়েন্ট পেয়ে ১২ ধাপ এগিয়ে ৩৫ তম স্থান দখল করেছেন।