pic-20_149243

দৈনিকবার্তা-ঢাকা, ৩১ আগস্ট, ২০১৫: পুলিশের ১৪টি পদে রববদল করা হয়েছে। ৩০ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। এতে বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৪টি পদে রদবদলের কথা বলা হয়েছে। পুলিশের ১৪ কর্মকর্তা বদলি রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এ কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ সদরদফতরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ নাজিবুর রহমানকে ঢাকা সিআইডিতে বদলি করা হয়েছে।বরিশালের পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরীকে পুলিশ সদর দফতরে ডিআইজি (চলতি দায়িত্বে) হিসাবে টিআর পদে বদলি করা হয়।পুলিশ সদর দফতরের ডিআইজি মো. লুৎ্ফর রহমান মন্ডলকে বরিশালের পুলিশ কমিশনার করা হয়েছে।ঢাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়াকে ঢাকা রেঞ্জে অতিরিক্ত ডিআইজি হিসাবে বদলি করা হয়েছে। ঢাকায় পুলিশের ইনভেস্টিগেশন ব্যুরোর (পিআইবি) পুলিশ সুপার হাবিবুর রহমান খানকে বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার, খুলনার উপ-কমিশনার হাসান মো. শওকত আলীকে চট্টগ্রামের উপ-কমিশনার হিসেবে এবং ঢাকা এসবির অতিরিক্ত পুলিশ সুপার সামসুন নাহারকে ঢাকা সিআইডিতে বদলি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মুনিবুর রহমানকে ময়মনসিংহের আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (পুলিশ সুপার) হিসাবে বদলি করা হয়।ঢাকা এসবি’র বিশেষ পুলিশ সুপার ফারহাত আহমেদকে ঠাকারগাঁওয়ের পুলিশ সুপার এবং ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরীকে ঢাকা এসবি’র বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার শোয়েব আহমেদকে শিল্প পুলিশের সুপার হিসেবে বদলি করা হয়েছে । খুলনা এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ হারুন অর রশিদকে রেঞ্জ রিজার্ভ ফোর্স’র (আরআরএফ) কমান্ডেন্ট (পুলিশ সুপার) পদে বরিশালে বদলি করা হয়। বরিশাল আরআরএফের কমান্ডেন্ট মুহাম্মদ শহীদুল্যাহ চৌধুরীকে খুলনা এপিবিএনের অধিনায়ক করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার একেএম আওলাদ হোসেনকে ঢাকা টুরিস্ট পুলিশের সুপার হিসাবে বদলি করা হয়।