Turkey3

দৈনিকবার্তা-ঢাকা, ২০ সেপ্টেম্বর: তুরস্কের ৪৯ জিম্মিকে মুক্তি দিয়েছে ইরাকের ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা৷ গত জুন মাসে বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলের মসুল নগরী থেকে তাদের অপহরণ করা হয়৷ মুক্তি দেয়ার পর তাদেরকে তুরস্কে ফিরিয়ে আনা হয়েছে৷

তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু বলেন, মুক্তি পাওয়া ৪৯ জনের মধ্যে কূটনীতিক ও তাদের পরিবার এবং সেনা সদস্য রয়েছেন৷আইএস জঙ্গিরা গত জুনে মসুল নগরী দখল করে নেয়ার পর তুরস্কের কনসু্যলেট থেকে তাদের আটক করা হয়৷জিম্মিদের নিরাপত্তাজনিত আশংকার কারণে আইএস’র বিরম্নদ্ধে সামরিক অভিযানে সরাসরি অংশ নিতে অস্বীকৃতি জানায় তুরস্ক৷

turkeY_bg_731671412

তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু বলেন, শনিবার ভোরে তাদের মুক্তি দেয়া হয় এবং তারা সুস্থ রয়েছেন৷তিনি বলেন, আঙ্কারার গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে তাদেরকে তুরস্কের সানলিয়ার্ফা নগরিতে আনা হচ্ছে৷

তিনি বলেন, শনিবার প্রথম প্রহরে আমাদের কাছে তাদেরকে হসত্মানত্মর করা হয় এবং তাদেরকে আমরা দেশে ফিরিয়ে এনেছি৷ তারা তুরস্ক সীমানত্ম অতিক্রম করেছে এবং আমি তাদেরকে দেখতে যাচ্ছি৷তুরস্কের প্রধানমন্ত্রী মুক্তি পাওয়া জিম্মীদের দেখতে আজারবাইজানে তার সংৰিপ্ত সফর বাতিল করেছেন৷তবে তিনি মুক্তির সামগ্রিক ব্যাপারে বিসত্মারিত আর কিছু বলেননি৷

আইএস জঙ্গিরা গত জুলাই মাসে সিরিয়া ও ইরাকের বিসত্মীর্ণ এলাকা দখল করে ইসলামি খেলাফত ঘোষণা করে৷ সংগঠনটির ৩০ হাজার যোদ্ধা রয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ইরাকি সরকার ও কুর্দী সৈন্যদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্র মধ্য-আগস্ট থেকে ইরাকে আইএস যোদ্ধাদের ওপর ১শ’ ৭০ বারের বেশি বিমান হামলা করেছে৷ ফ্রান্স শুক্রবার প্রথমবারের মত ইরাকের উত্তর-পূর্বাঞ্চলে আইএস’র ওপর বিমান হামলা করেছে৷