জেলার একটি অটো রাইসমিলে বয়লার বিস্ফোরণের ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মিলের ম্যানেজারসহ আরো ৪ জন মৃত্যু হয়েছে। এ নিয়ে বিষ্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ জনে।

দিনাজপুর সদর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, গত ১৯ এপ্রিল বুধবার দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জস্থ যমুনা অটোরাইস মিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণে এর আগে ৪ জনের মৃত্যু হয়।রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে মিলের ম্যানেজার রনজিৎ বসাক (৪৫) মারা যান।এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে রোববার দুপুরে উদয় চন্দ্র (৩০) ও শফিকুল ইসলাম (৩৫) নামে দু’শ্রমিক এবং বিকেলে অপর শ্রমিক দেলোয়ার হোসেনের (২৪) মৃত্যু হয়।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মারুফুল ইসলাম জানান, তাদের শরীরের প্রায় ৯১ শতাংশ দগ্ধ হয়েছিলো।এ ঘটনায় দগ্ধ অপর ৯ জনের অব¯’াও আশঙ্কাজনক। তারা হচ্ছে, মুন্না (২৮), শরিফুল (২৫), মুকুল (৩৪), এনামুল (৪২), সাইদুল (৩৮), বাদল (৩০), বীরেন (২৯), মোকছেদ (৩৮) ও আনিছুর (৩৩)।