Shapon-10-09-14-273x330

দৈনিকবার্তা-রংপুর, ২০ ডিসেম্বর: লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের চেতনা দেশের গণতন্ত্র আজ পদদলীত৷ বর্তমান সরকার বার বার মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও প্রকৃত অর্থে তারা তা বিশ্বাস করে না বলে অভিমত প্রকাশ করে ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতহাস নিজেরাই বিকৃত করছে৷ তারা ইতিহাস থেকে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীকেও মুছে দিয়েছে৷ মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার সংগ্রামের সকল সেনানীকে মুছে দিয়ে একক দাবীদার হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাচ্ছে৷

জেবেল রহমান গানি শনিবার বিকালে রংপুর স্টেশনরোডে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ রংপুর জেলা ও মহানগর আয়োজিত যৌথ কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছিলেন৷ ন্যাপ রংপুর জেলা সমন্বয়কারী রেজাউল করিম রীবনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ন্যাপ মহানগর যুগ্ম আহ্বায়ক মোঃ হায়দার চৌধুরী, মোঃ আবু তালেব, মোঃ ওমর ফারুক, জেলা যুগ্ম সমন্বয়কারী মোঃ আমিনুর রহমান, যুব ন্যাপ নেতা যুবরাজ চৌধুরী, মোস্তফা ফারুক লিটন প্রমুখ৷

জেবেল রহমান গানি বলেছেন, আওয়ামী লীগ যে কোন ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য মহান মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদ বুদ্ধিজীবীদের আকাংখাকে পদদলীত করছে৷ আর এই কারনেই নির্দলীয় নিরপেক্ষ সরকার পদ্ধতি বাতিল করে একদলীয় নির্বাচন করেছে৷ সরকার মূলত আবারো একদলীয় বাকশালী শাসন পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে৷

সভাপতির বক্তব্যে মোঃ রেজাউল করিম রীবন বলেছেন, দেশের প্রতিটি মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভূগছে৷ খুন ও গুম এখন নিত্য দিনের ব্যাপার হয়ে দাড়িয়েছে৷ বিরোধী দলের হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেফতারের মাধ্যমে সরকার সমগ্র দেশকে একটি কারাগারে রুপান্তরিত করেছে৷