Eyafes-Osman-md20150327185739

দৈনিকবার্তা-ব্রাহ্মণবাড়িয়া, ২৭ মার্চ: বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, রূপপুরের পাশাপাশি দেশের অন্যান্য স্থানেও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার।তিনি বলেন, ২০২১ সালের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসবে। চলতি বছরের ডিসেম্বর থেকে শুরু হবে এ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ।আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রে ১২শ’ ৫৫ মেগাওয়াটের ৪টি ইউনিটের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।এ সময় প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি সচিব মনোয়ার খান, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব খোন্দকার আসাদুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বসাক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম, পরিচালক মাহমুদুল হাসান, প্রকল্প পরিচালক ড. শওকত আকবর, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ড. মোশারফ হোসেন, পুলিশ সুপার মনিরুজ্জামান, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নূরুল আলম পিঞ্জসহ বিদ্যুৎ কেন্দ্রের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বিদ্যুৎ ও জ্বালানি সচিব মনোয়ার খান বলেন, গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি আশুগঞ্জে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, ১০ হাজার ৭শ’ ৩২ কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব উদ্যোগে ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্য¬ান্ট প্রকল্প (নর্থ), ৩৮০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প (সাউথ), ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প, ২০০ মেগাওয়াট মডিউলার পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে মোট ১২শ ৫৫ মেগাওয়াটের নির্মাণ কাজ চলছে।ইতোমধ্যে এই ৪টি প্রকল্পের মধ্যে চলতি মাস থেকে ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প ও ২০০ মেগাওয়াট মডিউলার পাওয়ার প্ল্যান্ট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। এছাড়া ৩৮০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প (সাউথ) চলতি বছরের নভেম্বর মাসে এবং ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প (নর্থ) আগামী বছরের অক্টোবরে উৎপাদনে আসবে।