2015-08-03_3_995026

দৈনিকবার্তা-ঢাকা, ০৩ আগস্ট ২০১৫: ইসলামপন্থী জঙ্গি সংগঠন বোকো হারামের কবল থেকে শতাধিক শিশুসহ ১৭৮ জিম্মিকে মুক্ত করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী। দেশের উত্তর-পূর্বাঞ্চলে জিহাদিদের কয়েক দফা ভয়াবহ হামলার পর জিম্মি উদ্ধারের এ ঘটনা ঘটলো।সামরিক মুখপাত্র কর্নেল টুকুর গুসাও এক বিবৃতিতে বলেন, সামরিক বাহিনীর সদস্যদের অভিযানের সময় সন্ত্রাসীদের হাতে জিম্মি ১৭৮ জন মুক্ত হয়েছে। তাদের মধ্যে ১০১ শিশু, ৬৭ নারী ও ১০ পুরুষ রয়েছেন।

মুখপাত্র বলেন, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বৃহত্তম শহর মাইদুগুরির ৭০ কি.মি. দক্ষিণে আউলারির কাছে সেনাসদস্যরা এ অভিযান চালায়। এ সময় বোকো হারামের এক কমান্ডারকেও আটক করা হয় বলে সেনাবাহিনী দাবি করেছে। তবে কখন অভিযান চালানো হয় তা মুখপাত্র স্পষ্ট করেননি।সাম্প্রতিক মাসগুলোতে বোকো হারামের হাতে আটক কয়েকশ’ লোককে মুক্ত করার ঘোষণা দেয় নাইজেরিয়ার সামরিক বাহিনী। এর মধ্যে ইসলামপš’ীদের দীর্ঘদিনের শক্ত ঘাঁটি সামবিসা জঙ্গলে অভিযান চালিয়ে জিম্মিদের মুক্ত করার বিষয়টি গুরুত্বপূর্ণ।নাইজেরিয়ায় গত কয়েকদিনে বোকো হারামের কয়েক দফা হামলার পর সর্বশেষ এ জিম্মি মুক্তির ঘটনা ঘটলো। নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বোর্নিও রাজ্যের মালারি গ্রামে রোববার ভোরে বোকো হারামের হামলায় ১৩ জন নিহত হয়।এদিকে রোববার সেনাবাহিনী জানায়, উত্তর-পূর্বাঞ্চলে জিহাদিদের হামলা প্রতিহত করতে তাদের ওপর বিমান হামলা চালানো হয়েছে এবং এতে বহু চরমপন্থী নিহত হয়।নাইজেরিয়ার বিমান বাহিনী জানায়, জঙ্গিরা হামলার পরিকল্পনা করছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্থল বাহিনীর সঙ্গে যৌথ অভিযান চালিয়ে বিটা গ্রামে বোকো হারামের হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে।