Ladan+Korish

দৈনিকবার্তা-ঢাকা,২৫অক্টোবর:দ্বিতীয় বাছাই রাফায়েল নাদালকে সরাসরি সেটে পরাজিত করে সুইস ইনডোর টেনিসের সেমিফাইনালে উঠেছেন টিনএজার বরনা কোরিস৷ সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত এই ম্যাচে কোরিস ৬-২, ৭-৬ (৭/৪) গেমে নাদালকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেন৷নাদাল বিদায় নিলেও শীর্ষ বাছাই সুইস তারকা রজার ফেদেরারের জন্য সেমিফাইনাল নিশ্চিত করতে কোন অসুবিধাই হয়নি৷ পঞ্চম বাছাই গ্রিগর দিমিত্রোভকে তিনি হারিয়েছেন ৭-৬ (৭/৪), ৬-২ সেটে৷

ম্যাচের পরপরই নাদাল বছরের শেষে এ্যাপেনডিঙ্ অপারেশনের ঘোষনা দেন৷ উইম্বলডনের পরে কব্জির ইনজুরির কারণে বেশ কিছুদিন কোর্টের বাইরে থাকার পরে এটি ছিল নাদালের তৃতীয় টুর্নামেন্ট৷ ম্যাচ শেষে নাদাল বলেছেন, পুরো ম্যাচটি দারম্নন কঠিন ছিল৷ এমনকি পুরো টুর্নামেন্টে এটি ছিল সবচেয়ে কঠিন৷ প্রতিদিনই আমি পরিশ্রানত্ম অনুভব করেছি, অনুশীলনে ফিট থাকার চেষ্টা করেছি, কিন্তু এটা সম্ভব ছিল না৷ গত চার-পাঁচটি মাস আমার জন্য দারম্নন কষ্টকর ছিল৷ তার উপর খেলা এবং সেখানে লড়াই চালিয়ে যাওয়া সত্যিকার অর্থেই কষ্টকর৷

প্রথম সেটে ১৭ বছর বয়সী কোরিস মাত্র ৩৫ মিনিটে জয় তুলে নিয়েছেন৷ ৫-০ গেমে এগিয়ে থেকে তিনি সেমিফাইনালে যাবার ইঙ্গিত দিয়েছিলেন৷ ম্যাচ শেষে তাই কোরিস বলেছেন, এটা সত্যিই অবিশ্বাস্য এক অনুভূতি৷ আমি নিজেকে নিয়ে দারম্নন গর্বিত, আশা করছি আগামীকাল একই ম্যাচ খেলতে পারবো৷ ম্যাচে চাপ থাকলেও আমার হারানোর কিছু ছিল না৷ কারণ আমি যদি হারতাম তবে সেটা বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের বিপক্ষে৷ এর আগে কখনই তার বিপৰে খেলার সৌভাগ্য হয়নি৷ তাই আগে থেকে বুঝতে পারিনি কি হবে৷

প্রথম সেটে নাদাল ১৯টি আনফোর্সড এরর করেছেন৷ তবে দ্বিতীয় সেটে ভালভাবেই ফিরে এসেছিলেন তারকা এই স্প্যানিয়ার্ড৷ কিন্তু বিশ্বের ১২৪তম র্যাঙ্কধারী কোরিসের বিপৰে নাদাল ছিলেন অসহায়৷ লম্বা কিছু র্যালিতে কোরিস পয়েন্ট আদায় করে আরো বেশী আত্মবিশ্বাসী হয়ে উঠে৷ টাইব্রেকে উভয়ই ব্রেক পয়েন্ট রৰা করেন৷ কিন্তু শেষ হাসি হাসেন কোরিসই৷

সেমিফাইনালে কোরিসের প্রতিপৰ বেলজিয়ামের ডেভিড গোফিন৷কোয়ার্টার ফাইনালে গোফিন কানাডার চতুর্থ বাছাই মিলোস রাওনিককে ৬-৭ (৭/৩), ৬-৩, ৬-৪ গেমে পরাজিত করে সেমিফাইনালে উঠেন৷ অপর সেমিফাইনালে ফেদেরারের প্রতিপৰ ইভো কারলোভিচ৷ অষ্টম বাছাই এই ক্রোয়েশিয়ান ৬-৪, ৬-৪ গেমে বেঞ্জামিন বেকারকে পরাজিত করে শেষ চার নিশ্চিত করেছেন৷