পাবনায় ব্র্যাকের ১৬ লাখ টাকা ছিনতাই ঃ হিসাবরক্ষক গুলিবিদ্ধ

প্রকাশ্য দিবালোকে পাবনায় অস্ত্রের মুখে ব্র্যাকের ১৬ লাখ টাকা ছিনতাই হয়েছে। ছিনতাইকারীদের গুলিতে ব্র্যাকের হিসাবরক্ষক আলিমুদ্দিন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার বেলা ১টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের বালিয়াহালট ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) আব্দুল কুদ্দস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে গিয়ে গুলিবিদ্ধ হিসাবরক্ষককে দেখে আমরা ঘটনাস্থলের দিকে রওণা হয়েছি। ব্রাকের রিজিওনাল ম্যানেজার (২) রফিকুল জানান, হিসাবরক্ষক এবং অন্য আরেকজন কর্মকর্তা পূবালী ব্যাংক পাবনা শাখা থেকে সদস্যদের মধ্যে স্ফণ বিতনের জন্য ১৬ লাখ উত্তোলন করে ব্রাঞ্চে যাচ্ছিলেন।

এ সময় বালিয়াহালট ব্রিজের কাছে পৌঁছামাত্র মোটর সাইকেল আরোহী কয়েকজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে সব টাকা ছিনিয়ে নেয়। তাদের বাধা দিতে গেলে ছিনতাইকারীরা হিসাবরক্ষককে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। এতে তিনি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। গুলিবিদ্ধ হিসাবরক্ষকের বাড়ী কুষ্টিয়ার মেহেরপুরে বলে তিনি জানান। এ ব্যাপারে আইনহত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।