01সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য গঠিত বেতন ও চাকরি সংক্রান্ত পে-কমিশনের প্রতিবেদন দাখিল করা হবে রোববার। এ দিন সকাল ৯টায় সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে রিপোর্টটি তুলে দেবেন কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশে ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।
অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মো. শাহেদুর রহমান শনিবার জানান, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য গঠিত বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে দাখিল করার কথা থাকলেও অর্থমন্ত্রী বিদেশে থাকায় তা সম্ভব হয়নি।গত বছরের ২৪ নভেম্বর দেশের ১৩ লাখ সরকারি চাকরীজীবীর জন্য ১৭ সদস্যবিশিষ্ট ‘জাতীয় বেতন ও চাকরি কমিশন-২০১৩’ গঠন করে অর্থ মন্ত্রণালয়। ১৭ ডিসেম্বর থেকে এ কমিশন কার্যকর হয়। কমিশনকেছয় মাসের (১৭ জুন) মধ্যে সুপারিশ সংবলিত একটি প্রতিবেদন তৈরির দায়িত্ব দেওয়া হয়। পরে কমিশনের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়।জানা গেছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নী প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন। এছাড়া নতুন বেতন কাঠামোর সুপারিশ তৈরির ক্ষেত্রে বাবা-মাসহ ছয় জনের একটি পরিবারের জীবনযাত্রার ব্যয় এবং দুই সন্তানের শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যয় বিবেচনায় নেয়া হয়েছে।