1435713994_1

দৈনিকবার্তা-ঢাকা, ১ জুলাই: মেসি-দি মারিয়াদের চোখ ধাঁধানো ফুটবলে প্যারাগুয়েকে গোলবন্যায় ভাসিয়ে কোপা আমেরিকার ফাইনালের টিকেট নিশ্চিত করল আর্জেন্টিনা। দ্বিতীয় সেমি-ফাইনালে ৬-১ গোলের বিশাল জয় পেয়েছে মেসির দল। ফাইনালে চিলির মুখোমুখি হবে তারা।আর্জেন্টিনার পক্ষে মিডফিল্ডার দি মারিয়া দুইটি এবং মার্কোস রোহো, হাভিয়ের পাস্তুরে, সের্হিও আগুয়েরো ও গনসালো হিগুয়াইন একটি করে গোল করেন।

আক্রমণভাগের সবাই গোল পেলেও পাননি আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। তবে দুর্দান্ত খেলে চারটি গোলে অবদান রাখেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড। প্যারাগুয়ের একমাত্র গোলটি করেন লুকাস বারিওস।এ জয়ে কোপার সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড গড়া উরুগুয়ের (১৫টি) পাশে বসার পথে আরেক ধাপ এগুলো আর্জেন্টিনা (১৪টি)। ১৯৯৩ সালে সর্বশেষ দক্ষিণ আমেরিকার ফুটবল ম্রেষ্ঠত্বের এই আসরের মুকুট জিতেছিল আর্জেন্টিনা।