বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিকের দেখা পেলেন তাসকিন আহমেদ। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলায় স্বাগতিকদের ইনিংসের শেষ ওভারে দারুণ মাইলফলকটি স্পর্শ করেন ডানহাতি এই পেসার। রণগিরি স্টেডিয়ামে ৫০তম ওভারের তৃতীয় বলে আসেলা গুনারত্নেকে সৌম্য সরকারের ক্যাচ বানান তাসকিন। পরের বলে সুরঙ্গা লাকমলকে মোস্তাফিজের তালুতে জমা করেন তিনি। তারপরের বলটিতেই আসে মাহেন্দ্রক্ষণ। দারুণ এক ইয়র্কারে নুয়ান প্রদীপের স্টাম্প উপড়ে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক পূর্ণ করেন তাসকিন।

তাসকিনের আগে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক পেয়েছিলেন পেসার শাহাদাত হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৬ সালে হারারেতে। টাইগারদের পরের হ্যাটট্রিকটি জিম্বাবুয়ের বিপক্ষেই ২০১০ সালে মিরপুরের হোম অব ক্রিকেটে।

লাল-সবুজদের তৃতীয় হ্যাটট্রিকটি আসে ২০১৩ সালে। রুবেল হোসেন মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিকের দেখা পান। তাইজুল ইসলাম চতুর্থ বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়েন ২০১৪ সালে। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকেই হ্যাটট্রিক করার মাইলফলকে নাম লেখান তিনি। যেটি ছিল প্রথম কোন ক্রিকেটারের অভিষেকে হ্যাটট্রিক করার বিরল কীর্তি। তারপরই তালিকায় এলেন তাসকিন। সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটের ৪১তম ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিকে নাম লেখালেন এই টাইগার পেসার। যার মধ্যে ৩১ জনই পেস বোলার।