AD8_2

দৈনিকবার্তা-সিলেটে, ২২ মে: আসন্ন বাজেটের আকার ৩ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।শুক্রবার দুপুরে সিলেটে জয়িত অন্বেষণ কর্মসূচির আওতায় বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের মধ্যে পুরষ্কার বিতরণ শেষে তিনি এ কথা বলেন।বাজেটের আকার চূড়ান্ত করতে আরো ৩/৪ দিন সময় লাগবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এডিপিতে সাড়ে ৪ হাজার কোটি টাকা বাড়িয়ে দেয়ায় বাজেটের আকারও বেড়ে যাবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি বলেন, সরকার যথাসময়ে ঋণ পরিশোধকারীদের পুরস্কৃত করার কথা ভাবছে। আগের তুলনায় বর্তমানে দেশে ঋণখেলাপীর সংখ্যা অনেক কমে এসেছে বলে মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরো বলেন, এদেশে সবচেয়ে অবহেলিত-বঞ্চিত চা শ্রমিকরা। চা বাগান এলাকায় পানি ও স্যানিটেশন সমস্যা প্রকট। তারা মানবেতর জীবন যাপন করছে।আগামী ৩ বছরের মধ্যে চা শ্রমিকদের পানি ও স্যানিটেশন সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি। এছাড়া হাওরবাসীর শিক্ষার উন্নয়নে সরকার ভ্রাম্যমান স্কুল প্রতিষ্ঠার কথা ভাবছে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, ব্যাটারি চালিত রিকশা দেশে আমদানি বন্ধ। সরকারের এ ব্যাপারে নিষেধাজ্ঞা থাকার পরও অনেকে অবৈধভাবে গাড়ি চালান তা বন্ধ করতে হবে।অর্থমন্ত্রী বলেন, শিশু বাজেট এইবার প্রথম হচ্ছে। তবে সেটা খুব বেশি হবে না। পরীক্ষামূলকভাবে দেখা হবে। তথ্য প্রযুক্তি বাংলাদেশে অসাধ্যকে সাধ্য করেছে।আবুল মাল মুহিত বলেন, সিলেট অঞ্চলে ৩৩ ভাগ জমি এখনো অনাবাদি পড়ে আছে। এসব জমি চাষের আওতায় আনতে কৃষি মন্ত্রণালয় প্রকল্প নিচ্ছে। এতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।মন্ত্রী বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই দেশকে সামগ্রিকভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। দেশ অনেক দূর এগিয়ে গেছে। এগিয়ে যাবে। এক্ষেত্রে সরকারের উন্নয়ন কার্যক্রমে সকলকে সহযোগিতা করতে হবে।

সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান নজিবুর রহমান। সভায় সূচনা বক্তব্য দেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ। আলোচনায় অংশ নেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ, রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহমদ আল কবির, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়, মুক্তিযোদ্ধা আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান। এছাড়া সিলেটের বিভিন্ন সেক্টরের ৩৪জন প্রতিনিধি প্রাক-বাজেট আলোচনায় অংশ নেন।সভায় আসন্ন বাজেটে অর্থমন্ত্রীর দৃষ্টিআকর্ষণ করে ৫০টি বিষয়ে প্রস্তাব তুলে ধরা হয়।এদিকে, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেফতার করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী।

শুক্রবার সকালে নগরীর হাফিজ কমপ্লেক্সে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে হামলাকারীদের বিচার দাবি করেন সিলেটের সাংস্কৃতিক কর্মীরা। এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর রিকাবিবাজার এলাকায় ছাত্রলীগের হামলায় আহত হন রজত কান্তি।দুর্বৃত্তদের হামলায় তার ডান হাত ভেঙ্গে গেছে। তিনি বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।