জাতীয়-পার্টির-চেয়ারম্যান-হুসেইন-মুহম্মদ-এরশাদ

দৈনিকবার্তা-ঢাকা,২৩অক্টোবর:বিএনপিকে উদ্দেশ্য করে জাতীয় পার্টিও চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, যারা উপজেলা বাতিল করেছিল তারা এখন রাজনীতি থেকে বাতিল হওয়ার পথে৷এরশাদ আরো বলেন, তাদের (বিএনপি) এখন কোথাও স্থান নেই৷ রাজপথে তাদের দেখা যায় না৷ তারা এখন নিজেদের মধ্যে মারামারি ও অন্তঃকোন্দলে ব্যস্ত৷

বৃহস্পতিবার বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷১৯৮৪ সালের ২৩ অক্টোবর উপজেলা পদ্ধতি চালু করেছিলেন এরশাদ৷ ওই দিনকে কেন্দ্র করে উপজেলা দিবস স্মরণে জাতীয় পার্টি এ আলোচনা সভার আয়োজন করে৷তিনি বলেন,বিএনপির আমলে জনগণ পেয়েছে বোমাবাজি আর জঙ্গিবাদ৷ আর আওয়ামী লীগের আমলে তারা পেয়েছে সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, খুন, গুম, হত্যা৷ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে শিক্ষাঙ্গনে এখন অস্থিতিশীল অবস্থা৷

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দাবি করেছেন,ইন্টার পার্লামেন্ট ইউনিয়ন (আইপিইউ) ও কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশনে (সিপিএ) বাংলাদেশ প্রেসিডেন্ট ও চেয়ারম্যানের পদ পাওয়ার পেছনে জাতীয় পার্টির অবদান রয়েছে৷এরশাদ বলেন, কে ক্ষমতায় এনে দিয়েছে এ সরকারকে? জাতীয় পার্টি যদি নির্বাচন না করত, তাহলে এ সংসদ হতো না,এ সরকার হতো না৷ তাই এ পুরস্কার জাতীয় পার্টি এনে দিয়েছে৷ এ পুরস্কারে আমরা অবদান রেখেছি৷

উপজেলা পদ্ধতি বাতিলের জন্য বিএনপির সমালোচনা করে এরশাদ বলেন, যারা উপজেলা পদ্ধতি বাতিল করেছিল, সে দল আজ বাতিলের পথে৷ ওই জায়গায় এখন জাতীয় পার্টি৷ তিনি বলেন, উপজেলা পদ্ধতি বাতিলের ক্ষতি পূরণ হওয়ার নয়৷ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলুসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ৷