Mashrafee5

দৈনিকবার্তা-ঢাকা, ,২৭ নভেম্বর: আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া-নিউজল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক থাকছেন মাশরাফিই৷ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন এ তথ্য৷ ধানমন্ডিতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি জানান, মাশরাফিকে বিশ্বকাপে অধিনায়ক না রাখার কোন কারণ নেই৷ বিশ্বকাপের কথা মাথায় রেখেই জিম্বাবুয়ে সিরিজের আগে ওয়ানডে এবং টেস্ট অধিনায়কত্ব আলাদা করা হয়েছে৷

বিসিবি সভাপতি আরও জানান, জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক হিসেবে মাশরাফি খুব ভালো করছেন৷ একটা জয়ী দলের নেতৃত্বে আবারও যদি পরিবর্তন আনা হয় তাহলে তাতে ভালো হওয়ার সম্ভাবনা কম৷ সুতরাং, কোন সমস্যা না হলে মাশরাফিই থাকবেন অধিনায়ক৷যদি মাশরাফির কোন সমস্যা হয় তাহলে বিকল্প কী হবে সেটাও জানিয়েছেন বিসিবি সভাপতি, ‘যদি কোন কারণে মাশরাফি দলে থাকতে না পারেন কিংবা অধিনায়কত্ব করতে না পারেন, তাহলে তার পরিবর্তে সাকিব আল হাসানই ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন৷

দীর্ঘদিন মুশফিকুর রহিমই দলকে নেতৃত্ব দিয়ে আসছিলেন এবং তিনি সফলও ছিলেন৷ কেন হঠাত্‍ করে নেতৃত্ব পরিবর্তন করে মাশরাফিকে আনা হল? এ ব্যাপারে নাজমুল হাসান পাপন বলেন, মুশফিকুর রহিম অবশ্যই ভালো একজন অধিনায়ক, উইকেটরক্ষক এবং ব্যাটসম্যানও বটে৷ আমরা চিন্তা করেছি, একসঙ্গে এতগুলো দায়িত্ব পালনে তার পক্ষে অসম্ভব হয়ে উঠতে পারে৷ সে যেন টেস্ট অধিনায়কত্ব এবং সাথে উইকেটকিপিং ও ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে পারে, সে লক্ষ্যেই ওয়ানডে নেতৃত্ব পরিবর্তন করা হয়েছে৷’