রোনাল্ডো

দৈনিকবার্তা-ঢাকা,২৩অক্টোবর: ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দূর্দানত্ম ধারাবাহিকতায় আনফিল্ডে বুধবার লিভারপুলের বিপক্ষে ৩-০ গোলে জয়ী হয়েছে রিয়াল মাদ্রিদ৷ এই জয়ে চ্যাম্পিয়নস লীগে গ্রুপ বি থেকে তিন ম্যাচে শতভাগ সাফল্য নিয়ে শীর্ষেই থাকলো লস ব্ল্যাঙ্কোসরা৷এই মৌসুমে এই নিয়ে ১৩টি ম্যাচে ২০তম গোল করলেন পর্তুগীজ উইঙ্গার৷ তার গোলেই ২৩ মিনিটে এগিয়ে যায় রিয়াল৷ এই গোলের ফলে চ্যাম্পিয়নস লীগে রিয়ালের সাবেক তারকা রাওলের সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড ৭১ থেকে আর মাত্র এক গোলে দুরে রয়েছে সিআরসেভেন৷ ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের দূর্দানত্ম পাস এবং বিশ্বমানের ফিনিশিংয়ের কাছে লিভারপুলের রৰনাভাগ ছিল অসহায়৷ সেই সুযোগে ফ্রেঞ্চম্যান করিম বেনজেমার পরপর দুই গোলে প্রথমার্ধেই রিয়াল ৩-০ গোলে এগিয়ে যায়৷

বিরতির পরে লিভারপুল নিজেদের রক্ষা করতে সমর্থ হলেও নিয়মিত স্ট্রাইকারের অভাবে গোল পায়নি৷ রিয়াল অবশ্য পুরো ম্যাচেই নিজেদের আধিপত্য বজায় রেখেছিল৷ বিশেষ করে শনিবার মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপৰে ম্যাচের আগে এমন একটি প্রস্তুতিইতো প্রয়োজন ছিল৷ তোপের মুখে থাকা ফরোয়ার্ড মারিও বালোতেলিস্ন স্বাগতিক কোচ ব্রেন্ডন রজার্সের বিশ্বাস অর্জণ করলেও বেশ কিছু ভুলের কারনে গোল পাননি৷ ম্যাচ শুরুর দুই মিনিটের মধ্যেই তারকা এই ইতালিয়ানের পাসে রাহিম স্টার্লিং বল পেয়েও কাজে লাগাতে পারেননি৷ রোনাল্ডোর শট লিভারপুল গোলরৰক সিমন মিগনোলেটের বুকে লেগে ব্যর্থ হয়৷ মিগনোলেট প্রথমদিকে ভাল খেললেও তার প্রতিপৰ গোলরৰক ইকার ক্যাসিয়াস শুরম্নতে কিছুটা নার্ভাস ছিলেন৷ স্টিভেন জেরার্ডের দুর পাল্লার শট কোনরকমে রৰা করার পরে ১৩ মিনিটে লিভারপুলের একটি কর্ণার ধরতেও তাকে বেগ পেতে হয়েছিল৷ যদিও ২৩ মিনিটে সব আশাঙ্কাকে দুরে সড়িয়ে রোনাল্ডোর অসাধারণ গোল পুরো রিয়াল শিবিরকে চাঙ্গা করে তুলে৷

Real-Madrid-FC

বেনজেমার সাথে বল আদান প্রদান করার পরে হামেস রদ্রিগেজের কাছ থেকে বল পেয়ে হাফ ভলি শটে সফরকারীদের এগিয়ে দেন ব্যালন ডি’অর জয়ী এই স্ট্রাইকার৷ ৩০ মিনিটে টনি ক্রুসের ভাসানো ক্রসে বেনজেমা হেড দিয়ে মিগনোলেটকে পরাসত্ম করলে লিভারপুল অনেকটাই হতাশ হয়ে পড়ে৷ বিরতির পাঁচ মিনিট আগে রোনাল্ডোর একটি প্রচেষ্টা কর্ণারের মাধ্যমে রৰা করেন গেস্নন জনসন৷ ক্রুসের কাছ থেকে বল পেয়ে পেপের শট মিগনোলেট ধরতে ব্যর্থ হলে ৪১ মিনিটেই ফিরতি বলে সহজেই নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন বেনজেমা৷ বিরতির আগে জো এ্যালেন এবং ফিলিপ কোটিনহো দুটি প্রচেষ্টা ব্যর্থ হলে তা লিভারপুলের হতাশাাই কেবল বাড়িয়েছে৷

বিরতির পরে বালোতেলিস্নর স্থানে খেলতে নামেন এ্যাডাম লালানা৷ তিন গোলে পিছিয়ে থেকে নিজেদের ফিরে পাবার লক্ষ্যে লিভারপুল বিরতির পরে কিছুটা আক্রমনাত্মক হয়ে উঠেছিল৷ কিন্তু তারপরেও রিয়ালের কাউন্টার এ্যাটাক আটকাতে তাদের বেশীরভাগ সময় ব্যসত্ম থাকতে হয়৷ ৬২ মিনিটে রোনাল্ডোর একটি প্রচেষ্টা স্কার্টেল নষ্ট করেন৷ স্টার্লিং এবং লালানাও ম্যাচের শেষের দিকে ক্যাসিয়াসকে কিছুটা চাপের মধ্যে রেখেছিলেন৷ কিন্তু শেষ পর্যনত্ম কোন অঘটন ছাড়াই রিয়াল ঘরে ফিরেছে৷