s-khan_21915

দৈনিকবার্তা-মুন্সীগঞ্জ, ৪ সেপ্টেম্বর ২০১৫: নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা করা যাবে না শিমুলিয়া রুটে নব্যতা দূর করতে ইতিমধ্যেই এখানে চায়না সিনোহাইড্রো কোম্পানীর বড় ড্র্রেজার দিয়ে পলি অপসারণ কাজ শুরু হয়েছে।যত দ্রুত সম্ভব নৌরুটে নাব্যতা সঙ্কট দূর করা হবে। ট্রলার ও স্পীডবোটচালকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, কোন প্রকার যাত্রী হয়রানি করা যাবে না।নিরাপদে পদ্মা পারপারের লক্ষ্যে যাত্রীদের পাশাপাশি চালকদের মধ্যেও সচেতনতা জাগ্রত করতে হবে।তাই প্রশিক্ষণের বিকল্প কিছু নেই।নিয়মনীতি অনুসরণ করে নৌযান চালাতে হবে।

শুক্রবার দুপুরে শিমুলিয়া ঘাটে পদ্মায় ট্রলার ও স্পীডবোট চালকদের জন্য নৌপথে যাত্রীদেও নিরাপত্তা ও সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমীন এমিলি,সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর এম জাকিউর রহমান ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তরা । নৌমন্ত্রী আরো বলেন,বিএনপি সরকারের শাসনামলে তারা বিগত ১০ বছরে একটি ফেরীও কিনতে পারেনি। কিন্তু আওয়ামীলীগ সরকার গত ১০ বছরে ১৭টি নতুন ফেরী ক্রয় করেছে।তাই প্রবল ¯্রােত মোকাবেলা করেও কুসুমকলি ও ক্যামেলিয়া নামের দুইটি কে টাইপ ফেরী এখনও নৌরুটে চলাচল করছে।