abbas_31595

দৈনিকবার্তা-ঢাকা, ৩১ আগস্ট, ২০১৫: বিএনপির ঢাকা মহানগর আহবায়ক ও স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বাতিল করেছে আপিল বিভাগ। ফলে নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনজীবী। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ দুদকের দায়ের করা আপিল নিষ্পত্তি করে (ডিসপোজড অফ) সোমবার এ রায় দেন।

সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালে মির্জা আব্বাসের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করে। মামলার অভিযোগে বলা হয়, মোট ৫ কোটি ৯৭ লক্ষ টাকা অবৈধভাবে অর্জন করেন মির্জা আব্বাস। এছাড়া তিনি ৩ কোটি ৩৩ লক্ষ টাকার সম্পত্তির তথ্য গোপন করেন।দুদকের এ মামলার বৈধতা প্রশ্নে এবং তা বাতিলে মির্জা আব্বাস হাইকোর্টে আবেদন করেন। শুনানি শেষে ২০১০ সালের ১৩ অক্টোবর হাইকোর্ট মামলাটি বাতিল ঘোষণা করে রায় দেয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দুদক আপিল আবেদন দায়ের করে। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী এডভোকেট সৈয়দ মামুন মাহবুব। অপর দিকে আব্বাসের পক্ষে ছিলেন এডভোকেট নিতায় রায় চৌধুরী।