image_142347.0701_egypt-protests

দৈনিকবার্তা-ঢাকা, ২২অক্টোবর: মিশর কতর্ৃপক্ষ দেশটিতে ২০১১ সালের মোবারক বিরোধী অভু্যত্থানের বিখ্যাত আন্দোলনকারী আসমা মাহ্ফুজকে দেশ ত্যাগে বাধা দিয়েছে৷ মঙ্গলবার রাতে ব্যাংকক যাওয়ার পথে তাকে বাধা দেয়া হয়৷২০১১ সালের গোড়ার দিকে মিশরে ওই গণঅভু্যত্থানে দেশটির সাবেক প্রেসিডেন্ট হুসনি মোবারকের পতন ঘটে৷ তরুণ নেত্রী হিসেবে সুপরিচিত আসমা ওই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন৷ খবর এএফপি’র৷

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, প্রসিকিউটর জেনারেলের কার্যালয় থেকে একটি অনুরোধ পাঠানোর পর অভিবাসন কর্মকর্তারা কায়রো বিমানবন্দরে আসমাকে দেশত্যাগে বাধা দেয়৷ওই কর্মকর্তা আরো জানান, কিছু সময় আটক রাখার পর আসমাকে বাড়ি ফিরে যেতে বলা হয়৷আসমা তার স্বামী ও বোনের সঙ্গে ব্যাংকক যাচিছলেন৷

উল্লেখ্য গত বছর ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচু্যতির পর কর্তৃপক্ষ মুরসিপন্থী ও সেকুল্যার এক্টিভিস্টসহ বিরোধিদের ওপর দমন পীড়ন চালাচ্ছে৷