2014_10_31_06_48_25_0127_url_thumb

দৈনিকবার্তা-ময়মনসিংহ,৩১অক্টোবর: জনবল সংকটে খুড়িয়ে খুড়িয়ে চলছে ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র৷ হাসপাতালে রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম পুরনো হয়ে গেছে এবং প্রায়ই বিকল হয়ে যায় সেগুলো৷ এ অবস্থায় চিকিত্‍সা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা৷

১৯৯৯ সালে জেলার ভালুকায় নির্মাণ করা হয় ময়মনসিংহ রাজৈ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র৷ প্রথম দিকে সেবার মান ঠিক থাকলেও, আস্তে আস্তে নেমে যায় চিকিত্‍সার মান৷জনবল সংকট, দুর্বল অবকাঠামো আর পুরোনো সরঞ্জাম দিয়ে একরকম খুড়িয়ে খুড়িয়ে চলছে স্বাস্থ্য কেন্দ্রটি৷ প্রয়োজনীয় ওষুধও পাওয়া যায় না৷চিকিত্‍সা নিতে গিয়ে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রোগীদের৷এসব অভিযোগের সত্যতা স্বীকার করে স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা কমিউনিটি হেলর্থ অফিসার উপ-সহকারী ডা: এনায়েত উল্লাহ৷

ভালুকা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.শাহজাহান বলেন,তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে৷প্রায় ৫০ হাজার মানুষের প্রাথমিক চিকিত্‍সা সেবার একমাত্র এ স্বাস্থ্য কেন্দ্রটির সেবার মান বাড়ানোর দাবি এলাকাবাসীর৷