12067d991d8f269002c5af6ef0c75671_XLদৈনিকবার্তা-ঢাকা, ২৭ মার্চ:  সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ যুক্তরাষ্ট্রের সাথে সংলাপে বসতে চান।বৃহস্পতিবার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিবিএসকে দেয়া এক সাক্ষাতকারে তিনি একথা বলেন।আসাদ বলেন, এ ধরনের সংলাপের ভিত্তি হবে পারস্পরিক শ্রদ্ধাবোধ। তবে এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এব্যাপারে কোন যোগাযোগ করা হয়নি। টেলিভিশন সাংবাদিক শার্লি রোজকে তিনি বলেন, তবে নীতিগতভাবে আমরা বলতে পারি যে প্রতিটি সংলাপই একটি ইতিবাচক বিষয়। সাক্ষাতকারটি রোববার সিবিএস’র ‘সিক্সটি মিনিটস’ প্রোগ্রামে প্রচার করা হবে।সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের ব্যাপারে জানতে চাইলে আসাদ বলেন, এ ব্যাপারে সরাসরি কোন যোগাযোগ হয়নি।সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বলেন, দীর্র্ঘ পাঁচ বছর ধরে চলতে থাকা সিরিয়ার সংঘাত নিরসনে আসাদ কখনো আলোচনার অংশ হতে পারবেন না। তবে তার সরকারের কর্মকর্তরা এ প্রক্রিয়ার অংশ হতে পারেন।

গত ১৫ মার্চ মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি সিবিএস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে এমর্মে ধারণা দেন, শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনে শেষ পর্যন্ত ওয়াশিংটনকে আসাদের সঙ্গে কথা বলতে হতে পারে।এ ধারণার ফলে আসাদ বিরোধী গোষ্ঠি ও তাদের সমর্থকদের মধ্যে আশঙ্কা দেখা দেয়। তবে এরপর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জেন সাকি বলেন, কেরি আসাদ সরকারের প্রতিনিধিদের কথা উল্লেখ করলেও আসাদের কথা বলেননি।যুক্তরাষ্ট্র অনেকদিন ধরেই বলে আসছে যে, তারা আলোচনার মাধ্যমেই সিরিয়া সংঘাত নিরসন করতে চায়।