বরিস নেমত্‍সভকে

দৈনিকবার্তা-ঢাকা, ২৮ ফেব্রুয়ারি: মস্কোতে রাশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী ও শীর্ষ স্থানীয় বিরোধী রাজনীতিবিদ বরিস নেমত্‍সভকে গুলি করে হত্যা করা হয়েছে৷পুলিশ জানায়, ক্রেমলিনের কাছে একটি সেতু পার হওয়ার সময় একটি গাড়ি থেকে অজ্ঞাতপরিচয় এক হামলাকারী নেমত্‍সভের পিছে থেকে চারবার গুলি করে৷মস্কোতে রোববার ইউক্রেন যুদ্ধ বিরোধী মিছিলকে সমর্থনের জন্য আহ্বান জানানোর কয়েক ঘন্টা পর তিনি মারা গেলেন৷ খবর এএফপি’র৷ক্রেমলিন জানিয়েছে, রম্নশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন এই হত্যাকান্ডের নিন্দা জানিয়েছেন৷ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোভ বলেন, প্রেসিডেন্ট পুতিন এই হত্যাকান্ডের ঘটনার তদনত্ম কার্যক্রম ব্যক্তিগতভাবে দেখভাল করবেন৷তিনি আরো বলেন, এটা একটি চুক্তিভিত্তিক হত্যাকান্ড বলে মনে হচ্ছে৷

সাম্প্রতিক এক সাৰাতে নেমত্‍সভ বলেন, ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করায় পুতিন তাকে হত্যা করতে পারেন বলে তিনি আশঙ্কা করছেন৷১৯৯০ এর দশকে নেমত্‍সভ রাশিয়ার অন্যতম শীর্ষ অর্থনৈতিক সংস্কারক ছিলেন৷৫৫ বছর বয়সী নেমত্‍সভ ১৯৯০ এর দশকে প্রেসিডেন্ট বরিস ইয়েলত্‍সিনের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন৷রাশিয়ার অন্যতম বৃহত্‍ নগরী নিঝনী নভগোরোদের গভর্নর থাকাকালে অর্থনৈতিক সংস্কারক হিসেবে তিনি ব্যাপক সুনাম অর্জন করেন৷রাশিয়ার বিরোধী দলীয় রাজনীতিক বরিস নেমত্‍সভকে অত্যনত্ম পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে৷শনিবার তদনত্ম কমিটি হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্রের বিবরণ এবং তার চলাফেরা সম্পর্কে ঘাতকের জানা থাকার বিষয়টি উলেস্নখ করে তদনত্ম সংস্থা এ কথা জানায়৷হত্যাকান্ড তদনত্মের দায়িত্বপ্রাপ্ত শক্তিশালী তদনত্ম কমিটি ৫৫ বছর বয়সী এই রাজনীতিককে চলনত্ম গাড়ি থেকে গুলি করে হত্যা সম্পর্কে প্রথম বিসত্মৃত বিবৃতিতে বলেছে, কোনো সন্দেহের অবকাশ নেই যে, এই অপরাধ এবং হত্যার জন্য স্থান নির্বাচন নিখুঁত পরিকল্পনার মাধ্যমে করা হয়েছে৷

তদনত্মকারীরা বলেছে, তাদের বিশ্বাস নেমত্‍সভকে একটি গাড়ি থেকে রাশিয়ার সেনা ও পুলিশের ব্যবহৃত মাকারভ পিসত্মল দিয়ে পেছন থেকে গুলি করা হয়েছে৷তদনত্মকারীরা বলেন, তারা ঘটনাস্থলে ছয়টি গুলির খোসা পেয়েছেন, যেগুলো ভিন্ন ভিন্ন কোম্পানির তৈরি৷ যা তদনত্ম কাজকে কঠিন করে তুলেছে৷তদনত্মকারীরা আরো বলেন, নেমত্‍সভের পরিকল্পনা সম্পর্কে জ্ঞাত এমন কেউ এ ঘটনা সংঘঠন করেছে৷ বিবৃতিতে বলা হয়, তদনত্মে দেখা যায়, নেমত্‍সভ তার নারী সঙ্গীকে নিয়ে ঘটনাস্থলের অদূরে তার ফ্য্লাটে যাচ্ছিলেন৷ সুতরাং এটি সুস্পষ্ট যে ঘটনা সংঘটনকারী ও ঘাতকরা তার পরিকল্পিত পথ সম্পর্কে অবহিত ছিল৷