Narayanganj-Russiya-Ambassador-pp-24-10-2014_0001

দৈনিকবার্তা-নারায়নগঞ্জ,২৪অক্টোবর: বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদুত আলেকজান্ডার নিকোল্যাব বলেছেন, বাংলাদেশের গার্মেন্টস শিল্প দেশের অর্থনীতির উন্নয়নে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে উঠেছে৷ রাষ্ট্রদুত শুক্রবার সকালে নারায়নগঞ্জের আলীগঞ্জে একটি নিট গার্মেন্ট এবং সুয়েটার ফ্যাক্টরী পরিদর্শনের সময় এ কথা বলেন৷ এসময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ ও ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ রায় উপস্থিত ছিলেন৷

তিনি জানান, রাশিয়ায় বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য রপ্তানীর যথেষ্ট সুযোগ রয়েছে৷রাশিয়া বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য আমদানী করতে আগ্রহী৷ তিনি জানান, বাংলাদেশ থেকে ইউরোপ ইউনিয়ন ভুক্ত দেশ গুলো তাদের চাহিদা অনুযায়ী গার্মেন্টস পণ্য নিতে পারে বলে তিনি মনে করেন৷ এজন্য তিনি এদেশের গার্মেন্টস সেক্টর নিয়ে আশাবাদি৷এফএলপি চূড়ানত্ম পর্বে বিদেশে শিক্ষাবৃত্তি পেলো আটজন

ঢাকা,২৪ক্টোবর,ফোকাস বাংলা নিউজ:ব্যবসা সংক্রানত্ম প্রতিযোগিতামূলক টিভি রিয়েলিটি শো-‘দ্য ফিউচার লিডার্স প্রোগ্রাম (এফএলপি) ইন বিজনেস অ্যান্ড সায়েন্স ২০১৪-এর চূড়ানত্ম পর্ব শেষ হয়েছে৷ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত চ্যানেল আই ও যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্যা ফিউচার লিডার্স লিমিটেডের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় আসরে ১২ জন প্রতিযোগীর মধ্যে ছয়জন প্রতিযোগী লন্ডনের সোয়াস ইউনিভার্সিটি ও ইতালির ক্যাথলিক ইউনিভার্সিটিতে দুই জন প্রতিযোগী শিক্ষাবৃত্তি লাভ করেন৷

সোয়াস ইউনিভার্সিটিতে পড়াশোনার সুযোগ পেলেন -লতিফুল বারী, মোসত্মফা আল মেহমুদ, নিয়ামুল ইবনে কবির, সন্দীপ কুমার ঘোষ, নওরিন হক ও আবদুল্লাহ উল্লাহ৷ ইতালির মিলানস্থ ক্যাথলিক ইউনিভার্সিটিতে এমবিএ করার শিক্ষাবৃত্তি পেয়েছেন নুজহাত মেহজাদি ও আলামিন৷ চূড়ানত্ম পর্বে অপর চার প্রতিযোগী হলেন-সোহেল সরদার, কিউ এম শেফায়েত হাবিব, সাদিয়া কামাল সঞ্চিতা ও খান ওয়ালিদ ইনাম৷ তারা তাত্‍ক্ষণিকভাবে চারটি প্রতিষ্ঠানে চাকরির অফার পেয়েছেন৷

বিজয়ীদের হাতে শিক্ষাবৃত্তির সনদ এবং অন্য চার ফাইনালিষ্টদের হাতে চাকরির অফার লেটার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, এফবিসিসিআই এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, সিটিসেল-এর সিইও মেহবুব চৌধুরী, ওয়েল গ্রুপের সিইও নুরুল ইসলাম, ব্রাক ব্যাংকের হেড অফ কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি জীশান কিংশুক হক৷ এ সময় প্রতিযোগিতার প্রধান বিচারক আবদুল মুক্তাদির ও সহযোগি বিচারক তাসলিম আহমেদ উপস্থিত ছিলেন৷ সদ্য শিক্ষাবৃত্তি পাওয়া প্রতিযোগীদের শুভাশিস জানিয়ে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক৷ এছাড়া স্কাইপের মাধ্যমে সোয়াস ইউনিভার্সিট ও ক্যাথলিক ইউনিভার্সিটির উধর্্বতন দু’জন পরিচালক বিজয়ীদের তাত্‍ক্ষনিক শুভেচ্ছা জানান৷ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারজানা ব্রাউনিয়া৷ পরিচালনা করেন আ কা রেজা গালিব৷ চ্যানেল আই পুরো অনুুষ্ঠানটি ধারণ করেছে৷ দর্শকদের জন্য এটি এ মাসেই প্রচার করা হবে৷