image_131148.afgh-mmap-md

দৈনিকবার্তা-ঢাকা, ২০ সেপ্টেম্বর: আফগানিসত্মানের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ফল রোববার ঘোষণা করা হবে৷শনিবার কর্মকর্তারা একথা জানান৷এদিকে ক্ষমতা ভাগাভাগি প্রশ্নে দুই প্রতিদ্বন্দ্বী প্রাথর্ীর মধ্যে একটি প্রসত্মাবিত চুক্তির ব্যাপারে শেষ মুহূর্তের আলোচনা চলছে৷গত ১৪ জুন থেকে আফগানিসত্মানে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে দুই প্রতিদ্বন্দ্বী প্রাথর্ী আশরাফ গনি ও আবদুল্লাহ আবদুল্লাহ’র মধ্যে অচলাবস্থা চলছে৷

উভয় প্রাথর্ী নির্বাচনে বিজয়ের দাবি করে আসছেন৷ জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সংকট সমাধানে একটি জাতীয় ঐক্যমতের সরকার গঠনে প্রাণপণ চেষ্টা চালিয়েছে৷

আফগানিসত্মানের স্বাধীন নির্বাচন কমিশনের মুখপাত্র নূর মোহাম্মদ নূর এএফপিকে বলেন, আইইসি আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ানত্ম ফল ঘোষণা করবে৷আবুল্লাহ’র মুখপাত্র মুজিব রহমান রাহিমি বলেন, দুই প্রাথর্ী একটি চুক্তিতে স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছেন৷তিনি বলেন, একটি চূড়ানত্ম সমঝোতায় পৌঁছতে তারা বৈঠকে বসতে যাচ্ছেন৷তিনি বলেন, সমঝোতা চূড়ানত্ম না হওয়া পর্যনত্ম নির্বাচন কমিশনের চূড়ানত্ম ফল ঘোষণা করার কথা নয়৷