Bogra-news-120151010111624

দৈনিকবার্তা-বগুড়া, ১০ অক্টোবর ২০১৫: ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সমঝোতা হওয়ায় রোববার থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ এদিন সকাল থেকে যথারীতি মেডিকেল কলেজ ক্লাস ছাড়াও অন্যান্য কার্যক্রম শুরু হবে৷এর আগে, একাডেমিক কাউন্সিলের বৈঠকে শনিবার বিকেল ৪টা থেকে হোস্টেল খুলে দেয়ার সিদ্ধান্ত হয়৷ পাশাপাশি ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে৷

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. রেজাউল ইসলাম শনিবার দুপুর ২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন৷মেডিকেল সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. একে এম আহসান হাবিবের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়৷ দেড় ঘন্টাব্যাপী বৈঠকে কলেজ ও হোস্টেল খুলে দেয়ার সিদ্ধান্ত হয়৷এছাড়াও মাইক্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শাহ আলমকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়৷ এ কমিটির সদস্য সচিব করা হয়েছে শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. রফিকুল ইসলামকে৷

এর আগে, শুক্রবার রাতে বগুড়া জেলা আওয়ামী লীগ অফিসে স্বাধীনতা চিকিত্‍সক পরিষদের সভাপতি ডা. সামিউল হাসান মিশুর উদ্যোগে ছাত্রলীগের দু’গ্রুপের নেতৃবৃন্দকে নিয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়৷বৈঠকে উভয়পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় শনিবার একাডেমিক কাউন্সিলের বৈঠকে মেডিকেল কলেজ খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়৷

উল্লেখ্য, মেডিকেল কলেজের ক্যান্টিন পরিচালনা নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার রাত ৩টার দিকে ছাত্রলীগের দু’গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ আধা ঘন্টাব্যাপী সংঘর্ষে ক্যান্টিন ছাড়াও হোস্টেলের তিনটি কক্ষ ভাঙচুর ও মালামাল তছনছ করা হয়৷বুধবার বেলা ১১টায় একাডেমিক কাউন্সিলের বৈঠকে মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পাশাপাশি বিকেল ৪টার মধ্যে ছাত্র-ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়৷শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. রেজাউল ইসলাম জানান, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সমঝোতা হয়েছে৷ পরিস্থিতি এখন স্বাভাবিক থাকায় একাডেমিক কাউন্সিলের বৈঠকে কলেজ খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷