39347_fuji

দৈনিকবার্তা-অনলাইন ডেস্ক: জাপানের দুটি প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে ‘ফুজি জেরক্স’ নামে একটি রোবোটিক প্রিন্টার উদ্ভাবন করেছে। লাউঞ্জে বা অফিসের ডেস্কে বসে কোন ব্যক্তি যদি প্রিন্ট কমান্ড দেন, তার কাছে প্রিন্ট হওয়া ডকুমেন্ট বা কাগজটি পৌঁছে দেয়াই এ রোবোটের কাজ। আর সেটা নিঃসন্দেহে এক জায়গায় স্থির থেকে নয়, অফিসের সুনির্দিষ্ট যে ডেস্ক থেকে প্রিন্ট কমান্ডটি দেয়া হবে, বিশেষ চাকার সাহায্যে ঠিক সেখানেই চলে যাবে এটি। রোবটটি যখন চলাফেরা করবে, তখন কোন ব্যক্তি বা বস্তুর সঙ্গে যাতে ধাক্কা না লাগে, সেজন্য এতে সংযোজন করা হয়েছে বিশেষ সেন্সর। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। প্রিন্ট করার জন্য লাউঞ্জের প্রতিটি ডেস্কের জন্য সুনির্দিষ্ট ওয়েব অ্যাড্রেস থাকবে। সেই অ্যাড্রেসে প্রবেশ করে ব্যবহারকারীরা তাদের ডকুমেন্টগুলো আপলোড ও প্রিন্ট করতে পারবেন। কমান্ড পাওয়ার পরই প্রিন্টারটি ব্যবহারকারীর কাছে চলে যাবে। ব্যবহারকারীকে একটি স্মার্ট কার্ড দেখাতে হবে এবং এরপরই চালু হয়ে যাবে প্রিন্টের কাজ। প্রিন্টারটির ব্যাটারিতে একদিন পর্যন্ত চার্জ থাকবে। মূলত, স্পর্শকাতর কোন ডকুমেন্ট সুরক্ষিত রাখার উদ্দেশ্যেই রোবোটিক প্রিন্টারটি উদ্ভাবন করা হয়েছে। কিন্তু, কয়েকজন বিশেষজ্ঞের মতে এ ধারণাটি অর্থ সাশ্রয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ, গোপনীয়তার সঙ্গে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রিন্ট করার জন্য বিকল্প পদ্ধতিও রয়েছে। তবে সেসব যাই হোক। বড় কথা হচ্ছে, অত্যাধুনিক পদ্ধতিতে প্রিন্টের ধারণায় নিঃসন্দেহে অভিনবত্ব¡ আনার দাবি করতেই পারে জাপান। হয়তো অদূর ভবিষ্যতে এ উদ্ভাবন নতুন বিকল্পের সন্ধান দেবে এবং সেটা হয়তো সাশ্রয়ী কোন রোবটের হাত ধরেই। টোকিওর একটি ব্যবসায়িক লাউঞ্জে এ মাসেই পরীক্ষামূলকভাবে রোবোটিক প্রিন্টারটি ব্যবহার করা হবে।