Rajshahi_University1435929601

দৈনিকবার্তা-রাজশাহী, ০৩ জুলাই ২০১৫: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে ওই হল শাখা শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে হলটির বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে এ তল্লাশি চালানো হয়।হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী জানান, ওই শাখা শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক হলে অবস্থান করছে-এমন সংবাদের এদিন দুপুর থেকে হলের সামনে জড়ো হতে থাকেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাকিম বিল্লাহ (বৃহিষ্কৃত) ও কর্মী রবিউল বনির নেতৃত্বে ওই হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে হলের প্রায় প্রত্যেকটি কক্ষে তল্লাশি চালায়।

ওই হল ছাত্রলীগের কয়েকজন কর্মীর অভিযোগ, হলের একটি সিটকে কেন্দ্র করে ওই হলে অবস্থান করা শিবিরের কয়েকজন নেতাকর্মী তাদের হুমকি-ধামকি দিয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অন্য সব হলে ছাত্রলীগের আধিপত্য থাকলেও শহীদ শামসুজ্জোদা হলে শিবিরের নেতাকর্মীদের আধিপত্য বেশি। হলটি অঘোষিতভাবে শিবিরের দখলেই।বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, ওই হলে আমাদের কর্মীদের শিবিরের নেতকর্মীরা হুমকি-ধামকি দিয়েছিল। এরপর অন্য হলের ছাত্রলীগের নেতাকর্মীরা ওই হলে গিয়ে বিভিন্ন কক্ষে শিবির নেতাকর্মীদের খোঁজেন। কিন্তু তাদের পাওয়া যায়নি।এ ব্যাপারে জানতে ওই হলের প্রাধ্যক্ষ ড. গোলাম ছাদিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।