du_admission_dhaka_report_3911

দৈনিকবার্তা-ঢাকা, ০৯ অক্টোবর ২০১৫: ঢাকা বিশ্বাবিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিট অর্থাৎ কলা অনুষদের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে তা শেষ হয় বেলা ১১টায়।১২০ নম্বরের পরীক্ষায় শিক্ষার্থীরা ১০০ প্রশ্নের উত্তর দেন। প্রতিশ্রশ্নের জন্য নম্বর ছিল ১ দশমিক ২। আর প্রতিভুল উত্তরের জন্য দশমিক ৩ নম্বর কাটা যাবে। পরীক্ষায় অংশ নেয়া কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, এবারের প্রশ্ন অনেকটাই সহজ ছিল। এম আতিকুল্লাহ নামে এক শিক্ষার্থী বলেন, প্রশ্নপত্র সহজ হয়েছে। পরীক্ষাও ভালো হয়েছে। টিকতে পারবো আশার করি।পরীক্ষা চলাকানী উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক কেন্দ্রগুলো পরিদর্শন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশেপাশের স্কুল কলেজের ৬৯টি কেন্দ্রে এবার পরীক্ষা হয়।

তবে এবারের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের গুজব ছিল। কিন্তু প্রশ্ন ফাঁস হওয়ার খবর পাওয়া যায়নি। প্রথমবারের মতো এবার ভ্রাম্যমাণ আদালত সক্রিয় ছিল। ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এ এম আমজাদ আলী বলেন, যে কোনো জালিয়াতির ঘটনায় শাস্তি নিশ্চিত করতেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।এবার ‘খ’ ইউনিটে ২ হাজার ২৯৬টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩১ হাজার ১৬৩ জন। এদিকে বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ বিএফএ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত।বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ৬টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। চ-ইউনিটে ১৩৫টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৭ হাজার ৩১৯ জন। ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের থেকে জানা যাবে।