সিরিয়ায় বিমান হামলায় নিহত ২৩

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের ইদলিব শহরে বিমান হামলায় কমপক্ষে ২৩ জনের প্রাণহানি ঘটেছে। তবে এ হামলায় ৬০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে তুরস্ক। মঙ্গলবার (যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে সংবাদমাধ্যম এ তথ্য জানায়।খবরে বলা হয়, হামলায় অনেকেই আহত হয়েছে। এরমধ্যে অনেক শিশুও রয়েছে।এদিকে এ বিমান হামলার জন্যে রাশিয়াকে দায়ী করছে তুরস্ক।তাদের দাবি, এ ঘটনায় কমপক্ষে ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।এরই মধ্যে উদ্ধারকারী বাহিনী উদ্ধার তৎপরতা শুরু করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দজে তালেবানের হামলায় কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আরও ১২ বাস যাত্রীকে অপহরণ করেছে তালেবান।মঙ্গলবার (৩১ মে) এ হামলার ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।সম্প্রতি মার্কিন বিমান হামলায় আফগানিস্তানে তালেবান প্রধান মোল্লা আখতার মানসুর নিহত হন। এরপর নতুন নেতা নির্বাচনের এক সপ্তাহের মধ্যেই এ হামলা চালিয়েছে জঙ্গি সংগঠনটি।কুন্দজ প্রদেশের গভর্নরের মুখপাত্র সৈয়দ মাহমুদ দানিশ বলেন, তালেবানের গুলিতে ১৬ বাসযাত্রীর মৃত্যু হয়েছে। আর ৩০ জনকে আটকে রেখেছে তালেবান।তবে পুলিশ কমান্ডার শির আজিজ কামাল বলেন, এ পর্যন্ত ১৭ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছেন তারা।খবরে বলা হয়, প্রায় ২০০ যাত্রী নিয়ে কুন্দজের আলিয়াবাদ এলাকা দিয়ে যাওয়ার সময় বাসটিকে আটক করে তালেবানের সদস্যরা। পরে সবাইকে জিম্মি করে রাখা হয়।