Power House

দৈনিকবার্তা-ঢাকা, ২২অক্টোবর: সুশাসনের অভাব ও বিদু্যত্‍ ঘাটতি বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের প্রধান অন্তরায় বলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একটি যৌথ সমীক্ষায় বলা হয়েছে৷ সুশাসন ও বিদু্যতের ঘাটতি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সবচেয়ে বড় বাধা বলে প্রতিবেদনে বলা হয়েছে৷এতে বলা হয়, চুক্তি ও সম্পদের অধিকার বলবত্‍ করার প্রক্রিয়া ব্যয়বহুল, ঝামেলাপূর্ণ ও অনিশ্চয়তায় ভরা৷

ইনক্লুসিভ গ্রোথ ডায়াগনস্টিক স্টাডি শিরোনামে মঙ্গলবার প্রকাশিত ওই সমীক্ষা প্রতিবেদনে বিনিয়োগের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলছে৷ইউকেএআইডি ও ইউএসএআইডির যৌথ অর্থায়নে পরিচালিত ওই সমীক্ষায় বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উদ্যোক্তারা কী কী বিষয় চিন্তা করেন, তা বের করতে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে৷তবে প্রতিবেদনে কোনো সুপারিশ করা হয়নি৷

সমীক্ষা নিয়ে ডিএফআইডির আবাসিক প্রতিনিধি সারাহ কুকি বলেছেন, এটা গুরুত্বপূর্ণ যে, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে যে সব চ্যালেঞ্জ রয়েছে তার বিস্তারিত আমরা তুলে এনেছি৷অন্তর্ভুক্তিমূলক অর্থনেতিক প্রবৃদ্ধি বাড়াতে উন্নয়ন অংশীদার, বাংলাদেশ সরকার ও বেসরকারি খাতকে তা সহায়তা করবে৷সামগ্রিক কর্মকাণ্ডে সমন্বয় বৃদ্ধিতেও এটা সহায়তা করবে বলে মনে করেন তিনি৷একে দাতা গোষ্ঠীর সঙ্গে বাংলাদেশ সরকারের সহযোগিতা বৃদ্ধির একটি সুযোগ হিসেবে অভিহিত করেছেন ইউএসএআইডি মিশনের পরিচালক ইয়ানিনা জারুজেলস্কি৷

সরকার যখন আগামী পঞ্চবার্ষিকী পরিকল্পনাসহ অর্থনৈতিক নীতি প্রণয়নের কাজ করছে সে সময় এ সমীক্ষা প্রতিবেদন এসেছে৷ বিদু্যতের সহজলভ্যতা ও সম্পদের অধিকার সুরক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেয়া হয়েছে এ প্রতিবেদনে৷এছাড়া অদক্ষ ও অকার্যকর ভূমি ব্যবস্থাপনা বেসরকারি খাতে বিনিয়োগ ও প্রবৃদ্ধির অন্তরায়৷ বাংলাদেশে ব্যবসায়ীদের আমলাতান্ত্রিক জটিলতা পোহাতে হয়৷অদক্ষ ভূমি প্রশাসন ও ব্যবস্থাপনা ব্যবস্থা এবং চুক্তি ও সম্পদের অধিকার নিশ্চিতের দুর্বলতার সঙ্গে বিদ্যমান দুর্নীতি ক্রমশ বাংলাদেশে প্রবৃদ্ধিকে ব্যাহত করছে, বলা হয়েছে ওই প্রতিবেদনে৷

এর বাইরে বিদ্যুতের ঘাটতিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে৷শিল্প খাতে বিদু্যত বিল অনুকূল নয় বলেও এতে বলা হয়েছে৷বিদ্যুত্‍ সরবরাহের ঘাটতি পূরণ না করা গেলে সম্ভাবনার তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কম হওয়ার ধারা অব্যাহত থাকবে, বলা হয়েছে প্রতিবেদনে৷বাংলাদেশের ভবিষ্যত্‍ অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে শিক্ষা নীতি-বিশেষত তৃতীয় ধাপের শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয়েছে এতে৷