1414676530

দৈনিকবার্তা-ঢাকা,৩০অক্টোবর: জামায়তে ইসলামীর ডাকা হরতালের কারণে ২ ও ৩ নভেম্বর অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পেছানো হয়েছে৷ পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ২ নভেম্বরের পরীক্ষা হবে ৭ নভেম্বর ও ৩ নভেম্বরের পরীক্ষা হবে ১৪ নভেম্বর৷বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ ব্রিফিং করে এই তথ্য জানান শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান৷ তাঁর বাসায় এই সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হয়৷

২ অক্টোবর জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কুরআন মজিদ ও তাজবিদ পরীক্ষা ছিল৷ এই পরীক্ষা এখন ৭ অক্টোবর সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত হবে৷৩ অক্টোবর জেএসসিতে বাংলা দ্বিতীয় পত্র এবং জেডিসিতে আত-তাওহীদ ওয়ালফিকহ এবং আকাইদ ও ফিকহ পরীক্ষা ছিল৷১৪ অক্টোবর জেএসসির বাংলা দ্বিতীয় পত্র (৫০ নম্বর) পরীক্ষাটি ৯টায় শুরু হয়ে ১১টায় শেষ হবে৷ অন্য পরীক্ষাটি ৯টা থেকে ১২টা পর্যন্ত চলবে৷ যুদ্ধাপরাধের দায়ে দলের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির দণ্ডের প্রতিবাদে বৃহস্পতি, রবি ও সোমবার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী৷

78c78ed05fbd2292f6b75a7ae2aff2a5-Untitled-1

হরতালের কারণে শুরুতেই হোঁচট খেল অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষা৷বাংলাদেশের ২ হাজার ৫২৫টি কেন্দ্রে এবার জেএসসি-জেডিসিতে ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন পরীক্ষা দেবেন৷গত বছরের জেএসসি-জেডিসির কয়েকটি পরীক্ষাও বিএনপি-জামায়াতের হরতালের কারণে পিছিয়ে যায়৷