Chairman of Hallmark Jesmin

দৈনিকবার্তা-ঢাকা, ২২অক্টোবর: সোনালী ব্যাংকের অর্থ কেলেঙ্কারিতে আলোচিত হল-মার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের বিরুদ্ধে সম্পদের তথ্য না দেওয়ার মামলায় অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷বুধবার কমিশনের উপ-পরিচালক মঞ্জুর মোরশেদ ঢাকার মুখ্য মহানগর আদালতে এই অভিযোগপত্র জমা দেন বলে জানিয়েছেন কমিশনের প্রসিকিউটিং কর্মকর্তা গোপাল চন্দ৷দুদকের এক কর্মকর্তা জানান, গত ১৬ অক্টোবর এই অভিযোগপত্র কমিশনে অনুমোদন হয়েছিল৷

তিনি আরও জানান, হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের স্ত্রী জেসমিন ইসলামের নামে- বেনামে বিপুল সম্পত্তি থাকার তথ্য গত বছর কমিশন পেয়েছিল৷এর সত্যতা যাচাই করতে ২০১৩ সালের ১৩ নভেম্বর তাকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়ে চিঠি দিয়েছিল কমিশন৷

কিন্তু নির্ধারিত সময় পরও জেসমিন সম্পদ বিবরণী না দেওয়ায় ওই বছর ১২ ডিসেম্বর রমনা থানায় মামলা করেন দুদকের উপ সহকারী পরিচালক জয়নাল আবেদিন৷ সোনালী ব্যাংকের প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় হল-মার্ক এবং এর সহযোগী ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২০১২ সালে ৩৮টি মামলা করে কমিশন৷এর মধ্যে ২৭টি মামলার অভিযুক্ত আসামি জেসমিন বর্তমানে শর্তসাপেক্ষে জামিনে আছেন ৷