বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টের

দৈনিকবার্তা- ঢাকা, ২৯ জানুয়ারি: বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মালয়েশিয়ার কাছে ১-০ গোলের ব্যবধানে হেরে গেলো স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের ৫১ মিনিটে করা গোলের ওপর ভর করেই শেষ পর্যন্ত জয় তুলে নিল মালয়েশিয়ানরা।

অথচ মালয়েশিয়ার এই দলটি ছিল অনুর্ধ্ব-২৩, অথ্যাৎ অলিম্পিক দল। অপরদিকে বাংলাদেশের ছিল জাতীয় দল। শুধু তাই নয়, টুর্নামেন্ট উপলক্ষে বেশ কিছুদিন বিকেএসপিতে অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ দলের ফুটবলাররা। নেদারল্যান্ডস থেকে উড়িয়ে আনা হয়েছে কোচ লোডভিক ডি ক্রুইফকে। দলকে অনুপ্রানিত করতে শেষ পর্যন্ত মালয়েশিয়ার বিপক্ষে জিতলেই ৩০ লাখ টাকা অর্থপুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছিল। কিন্তু কোন কিছুতেই কাজ হলো না। শেষ পর্যন্ত মালয়েশিয়ার অলিম্পিক দলটির কাছেই হেরে গেলো বাংলাদেশ।

সিলেট দীর্ঘ ১৫ বছর পর বৃহস্পতিবার বিকাল ৫টা মাঠে গড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ। সিলেট জেলা স্টেডিয়ামে খেলার টওথমার্ধে বাংলাদেশ ও মালয়েশিয়া আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে লড়াই হলেও কোন দলই কেউ কারও জালে বল জড়াতে পারেনি। যদিও এ অর্ধে মালয়েশিয়ার তিনটি শট ফিরে এসেছে গোল পোস্টে লেগে। তবে দ্বিতীয়ার্ধ শুরু হওযার একটু পরই গোল করে এগিয়ে যায় মালয়েশিয়া। ৫১ মিনিটে ১১ নাম্বার জার্সিধারি খেলোয়াড় মোহাম্মদ সাইফওয়ান বাম পায়ের দুর্দান্ত এক শটে গোল করে এগিয়ে দেন সফরকারীদের। গোলরক্ষকের ভুলেই গোল হজম করতে হয় বাংলাদেশকে।

ম্যাচের ৫ মিনিটে বাংলাদেশের হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসের বাড়িয়ে দেয়া পাসে মালয়েশিয়ার গোলপোস্টের সামনে হেড করতে ব্যর্থ হন সুহেল রানা। ৭ মিনিটের সময় মালয়েশিয়া আক্রমণে উঠে। তবে ডি বক্সের বাইরে থেকে মারা শটটি বাংলাদেশের গোলপোস্টে লেগে ফিরে আসে। ১০ মিনিটের সময় আবারও সুযোগ পায় বাংলাদেশ। জাহিদ হোসেনের বাড়িয়ে দেয়া বলে পায়ে লাগাতে জাহিদ হাসান এমিলি। ম্যাচের ১৬ মিনিটের সময় ডি বক্সের বাইরে অবৈধভাবে বাধা দিতে গিয়ে হলুদ কার্ড দেখেন বাংলাদেশের আতিকুর রহমান মিশু। এসময় মালয়েশিয়ার নেয়া ফ্রিকিক আবারও গোলপোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের ১৯ মিনিটের সময় মালয়েশিয়ার শাহরুল আজওয়ারীকে অবৈধভাবে বাধা দিতে গিয়ে ফাউল করেন বাংলাদেশের রক্ষণভাগের খেলোয়াড় রায়হান হাসান। ফলে আরেকটি হলুদ কার্ড জুটে বাংলাদেশের কপালে। ম্যাচের ২২ মিনিটের সময় আবারও আক্রমণে উঠে বাংলাদেশ। ফরোয়ার্ড জাহিদ হোসেনের বাড়িয়ে দেয়া বলে পা লাগাতে ব্যর্থ হন জাহিদ হাসান এমিলি।

এর আগে বিকাল পৌনে ৫টায় বঙ্গবন্ধু গোল্ডকাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থমনন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সাংসদ কেয়া চৌধুরী, সাংসদ জাহিদ আহসান রাসেল, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আ’লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বাফুফে’র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদি, বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন সেলিম প্রমুখ।