Egyptian-army-Sinai

দৈনিকবার্তা-ঢাকা,২৫অক্টোবর:  মিশরের সিনাই উপদ্বীপে দু’টি হামলার ঘটনায় কমপক্ষে ৩১ সৈন্য নিহত হওয়ার পর সেখানে বিভিন্ন অংশে তিন মাসের জন্য জরুরী অবস্থা জারি করা হয়েছে৷প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি সন্দেহভাজন জিহাদিদের হামলায় নিহতের ঘটনায় তিনদিনের শোক ঘোষণা করেন৷রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, গাজা উপত্যকায় যাওয়ার মিশরের রাফাহ ক্রসিং বন্ধ করে দেয়া হয়েছে৷বিগত কয়েক দশকের মধ্যে মিশরের সামরিক বাহিনীর ক্ষেত্রে এটি ছিল বড় ধরণের প্রাণহানির ঘটনা৷ এ ঘটনার পর থেকেই সিনাইয়ের উত্তরাঞ্চলে জিহাদিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানো হচ্ছে৷

২০১১ সালে প্রেসিডেন্ট হোসনি মোবারক ৰমতাচু্যত হওয়ার পর ওই এলাকার আইন শৃংখলা পরিস’িতির ক্রমেই অবনতি ঘটে৷ গত বছর রক্তপাতহীন এক সামরিক অভু্যত্থানে কট্টরপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ৰমতা হারানোর পর জঙ্গিরা তাদের হামলা আরো জোরদার করে৷শুক্রবারের এ হামলা ছিল সিনাইয়ে কয়েকমাস ধরে চালানো ভয়াবহ হামলাগুলোর অন্যতম৷সেনা চেকপোস্টে চালানো এ হামলার দায়িত্ব এখন পর্যনত্ম কেউ স্বীকার করেনি৷ ভয়াবহ ওই হামলায় ২৮ সৈন্য নিহত হয়৷গোলযোগপূর্ণ সিনাই উপদ্বীপের উত্তরাঞ্চলের প্রধান শহর আল আরিশের কাছে এ হামলায় কমপক্ষে আরো ২৮ জন আহত হয়৷

ওই শহরের আরেকটি চেকপোস্টে পৃথক হামলায় আরো তিন সৈন্য নিহত হয়৷ প্রেসিডেন্টের এক বিবৃতিতে ওই হামলার ঘটনায় সিনাই উপদ্বীপের উত্তর ও মধ্যাঞ্চলে জরুরী অবস্থা ঘোষণা করা হয়৷ শনিবার গ্রিনিচ মান সময় ০৩০০টা থেকে এটি কার্যকর করা হয়৷বিবৃতিতে আরো বলা হয়, সেনা ও পুলিশ বাহিনী সন্ত্রাস মোকাবেলায় এবং জনগণের জানমাল রৰায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে৷নিরাপত্তা বাহিনীর সদস্যরা সিনাইয়ের উত্তরাঞ্চলে ব্যাপক অভিযান চালাচ্ছে৷ অভিযানে জিহাদি গ্রম্নপের সন্দেহভাজন অনেক সদস্য নিহত এবং আরো অনেককে আটক করা হয়৷

গত সেপ্টেম্বরে সিনাই উপদ্বীপে একটি গাড়ি বহরে বোমা হামলায় কমপক্ষে ১১ পুলিশ সদস্য নিহত হয়৷ গাজা সীমানত্মবতর্ী ওয়েফাক গ্রাম হয়ে যাওয়ার সময় ওই গাড়ি বহরে হামলা চালানো হয়৷মিশরে সক্রিয় জঙ্গি গ্রুপ আনসার বেইত আল-মাকদিস ওই বোমা হামলার দায়িত্ব স্বীকার করে৷ তারা ২০১৩ সালে কায়রোতে স্বরাষ্ট্রমন্ত্রীকে হত্যার প্রচেষ্টা চালায়৷ এছাড়া তারা বিভিন্ন লোককে শিরশ্ছেদ করার ভিডিও প্রকাশ করে৷এ গ্রুপটি ইসলামিক স্টেট (আইএস) পন্থী মনে করা হলেও তারা এখন পর্যনত্ম প্রকাশ্যে এ জিহাদি গ্রুপকে সমর্থন করেনি৷