ইংল্যান্ডের মাটিতে শুরু হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ বলে মনে করেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। অষ্টম চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য দেশ ছাড়ার আগে আজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ম্যাশ বলেন, গ্র“প পর্বে আমাদের প্রতিপক্ষগুলো শক্তিশালী। তাই আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে ত্রিদেশীয় সিরিজে আমরা জয়ের জন্যই খেলতে নামবো।আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এ গ্র“পে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। কাগজে-কলমে তিনটি দলই বেশ শক্তিশালী। তাই গ্র“পে পর্বে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে বলে মনে করেন দলের দলপতি মাশরাফি, চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের জন্য কঠিন হবে। প্রতিপক্ষদের দেখলে, বিষয়টি পরিস্কার হবে। তবে ঐ কন্ডিশনে আমরা ইংল্যান্ডকে ও অস্ট্রেলিয়াকে এর আগে হারিয়েছি। ওই ফলাফলগুলো এখন অতীত হলেও, তাদের আবারো হারানো সম্ভব। কিন্তু আয়ারল্যান্ডে ভালো করতে পারলে, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা ভালো হবে।

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধণী দিন, অর্থাৎ ১ জুন মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। তার আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। ঐ সিরিজে জয়ের লক্ষ্য নিয়ে দল খেলবে বলে জানান ম্যাশ, ত্রিদেশীয় সিরিজে অবশ্যই জয়ের জন্য খেলবো আমরা। সেখানে ভালো করতে পারলে, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা ভালো হবে।ত্রিদেশীয় সিরিজের আগে ব্রাইটনে ১০ দিনের প্র¯‘তি ক্যাম্প করবে বাংলাদেশ। প্রস্তুতি ক্যাম্প চলাকালে দু’টি প্র¯‘তিমূলক ম্যাচও রয়েছে টাইগারদের। প্রস্তুতি ক্যাম্পটি দলের কাজে দিবে বলে জানান মাশরাফি, প্রস্তুতি ক্যাম্পটি আমাদের জন্য ভালো হবে। আমরা যদি ভালোভাবে প্রস্তুতি নিতে পারি, তাতে আমাদের আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে যাবে। যা ত্রিদেশীয় সিরিজে ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজে দিবে।চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও ভারত ও পাকিস্তানের বিপক্ষে দু’টি প্রস্ততিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৭ মে পাকিস্তান ও ৩০ মে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।