%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0

রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকায় পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণে এক নারীসহ ছয়জন দগ্ধ হয়েছেন।দগ্ধ ছয়জন হলেন ওই বাসার নিরাপত্তারক্ষী আবেদ আলী (৫০), শ্রমিক সাদ্দাম হোসেন (২৮), আবদুর রাজ্জাক (৫০), মাসুম আলী (২৪), রাজ্জাক (২৩) ও শিরিন আক্তার (২৭)।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ধানমন্ডির ৪ নম্বর রোডের ৩৪/এ বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ওই বাসার ভাড়াটে রাকিবুল ইসলাম বলেন, সকালে চারতলা ভবনের নিচতলায় পানির ট্যাংক পরিষ্কার করতে নামেন ওই ছয়জন। এ সময় হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে তাঁরা দগ্ধ হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, আবেদ আলীর শরীরের ৩৮, সাদ্দামের ৩০, আবদুর রাজ্জাকের ৩৮, মাসুমের ৪৯, রাজ্জাকের ২৭ ও শিরিন আক্তারের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে।বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর বলেন, দগ্ধ সবার খাদ্যনালি আক্রান্ত হয়েছে। কেউই শঙ্কামুক্ত নন। আনমন্ডি থানার ওসি মো. হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনদিন ধরে চার নম্বর সড়কের ৩৪/এ নম্বর বাড়ির রিজার্ভ ট্যাঙ্ক সংস্কার করছিল শ্রমিকরা।

চারতলা ভবনের ওই ট্যাঙ্কে পানি ছিল না। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।বিস্ফোরণের কারণ জানা যায়নি। আতদের মধ্যে আবেদ আলী ওই বাসার নিরাপত্তাকর্মী, অন্যরা শ্রমিক।বার্ন ইউনিটের চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, শিরিন আক্তারের ২০ শতাংশ, সাদ্দামের ৩০, আবেদ আলী ৩৮, রাজ্জাকের (ছোট) ২৭, রাজ্জাক (বড়) ৩৮ ও মাসুমের শরীরের ৪৯ শতাংশ দগ্ধ হয়েছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ওসি মো. এনায়েত হোসেন বলেন, বিস্ফোরণের খবর পেয়ে মোহাম্মদপুর থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই আহতদের হাসপাতালে নেওয়া হয়।বিস্ফোরণের কারণ জানতে চাইলে তিনি বলেন, রির্জাভ ট্যাঙ্কে পানি ছিল না। সেখানে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে কাজ করছিল শ্রমিকরা।অতিরিক্ত গ্যাসের কারণে বাতি ফেটে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।