মৌসুমি নিম্নচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তার সঙ্গে সংলগ্ন বাংলাদেশের অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে আবহাওয়ার আফিস।আর এ নিম্নচাপের প্রভাবেই বৃষ্টি হচ্ছে, কোথাও হালকা কোথাও মাঝারি দমকা বাতাস বইছে। সোমবার সকাল থেকে রাজধানীতে থেকে থেকে বৃষ্টি হচ্ছে যার সঙ্গে বাতাস ঠান্ডা বাতাস বইছে।

আবহাওয়ার বিষয়ক ওয়েবসাইটগুলো দেখাচ্ছে এ পরিস্থিতি গোটা দেশেই বিরাজ করছে। তবে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় কিছুটা বেশি। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে বলে নিশ্চিত করেছে ঢাকার আবহাওয়া অফিসও।জানা গেছে, দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে বিকেলের পর বৃষ্টি কমে আসবে। আর রাতের আকাশ অনেকটাই পরিষ্কার থাকবে।

ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদফতর আজ সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে।সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।আগামী ৭২ ঘন্টায় (৩ দিন) আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ অঞ্চলে অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।