বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বাংলাদেশের পুতুলনাট্য গবেষনা ও উন্নয়ন কেন্দ্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ব বিভাগের পরিবেশনায় অধ্যাপক ড. রশিদ হারুনের পরিকল্পনা ও প্রয়োগে ঐতিহ্যবাহী পুতুলনাট্য প্রদর্শনী ‘যেমন কর্ম তেমন ফল’ ও ‘টুনটুনি ও ‘নাককাটা রাজা’ গতকাল ১৭ ফেব্রুয়ারি ২০১৭ সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সহায়তায় আজ ১৯ ফেব্রুয়ারি মধ্যরাতে ১০ (দশ) সদস্য বিশিষ্ট পুতুন নাট্য দল Thailand Harmony World Puppet Festival, 2017, 20 – 26 February, 2017 in Kanchanaburi Province, Thailand  বাংলাদশেরে ঐতহ্যিবাহী পুতুলনাটকরে অভনিয় প্রর্দশনরে জন্য ঢাকা ত্যাগ করবেন।

‘বাংলাদশেরে পুতুলনাট্য গবষেণা ও উন্নয়ন কন্দ্রে’ে-র দশ জনরে অভনিয় দলরে নতেৃত্ব দবেনে শল্পিকলা একাডমেরি মহাপরচিালক জনাব লয়িাকত আলী লাকি এবং সমন্বয়রে দায়ত্বি পালন করবনে এরশাদ হাসান। ২১ ফব্রেুয়ারি রাত ৮টায় (স্থানীয় সময়) Kanchanabur-র Singha Palace মঞ্চে অভনিীত হবে ‘অকৃতজ্ঞরে সাজা’ (বন্দে আলী ময়িার র্কমফল গল্প অনুসরণ)ে এবং ‘টুনটুনি ও নাককাটা রাজা”র গল্প (উপন্দ্রেকশিোর রায়চৌধুরী, জসীম উদদীন অনুসরণ)ে। নানী-নাতরি গল্প কথনরে ছলে আরও পরবিশেতি হবে একাল ও সকোলরে দুটি গীতনৃত্য। ভাষাদবিসে অনুষ্ঠতি হবে । সে কথা জানাতে এবং দবিসরে প্রতি শ্রদ্ধা জানয়িে শুরুতইে পরবিশেন করা হবে ভাষার গান।বশ্বিরে নানা দশেরে নানা রূপরে পুতুলনাটকরে পরবিশেনা দখোর অভজ্ঞিতা নয়িে এসে বাংলাদশেরে পুতুলাটকরে ঐতহ্যিকে আরো সমৃদ্ধ করতে পারবে বলে আমরা আশা রাখ।ি দলরে অন্যান্য সদস্য যথাক্রমে জাহাঙ্গীরনগর বশ্বিবদ্যিালয় নাটক ও নাট্যতত্ত্ব বভিাগরে শক্ষর্িাথী – নওরীন নপিু, হৃদয় বসাক, বজৈয়ন্তী খীসা, আহসান মহউিদ্দনি, শুভ মণ্ডল, নতিাই র্কমকার, র্অথী দাস, কাজী জাওয়াদ অন্তু। সুর, সংগীত পরকিল্পনা ও অভনিয় ফাহমদিা মল্লকি মতিা। গবষেণা, পাণ্ডলপি,ি পরকিল্পনা ও প্রয়োগ ড. রশীদ হারুন।আমাদরে সকল পরশিনো ও র্কমকাণ্ড উৎর্সগতি আমাদরে শল্পিপতিা আর্চায সলেমি আল দীনরে পুণ্যস্মৃতরি প্রত।ি